নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দেশের ক্রিকেটের জন্য সময়টা মোটেও ভালো যাচ্ছে না। সাম্প্রতিক ব্যর্থতায় সবচেয়ে বড় দায় ক্রিকেটারদের ফিটনেস ও নিবেদনে। অনেকেই মনে করেন ক্রিকেটাররা নিয়ম-নীতির বাইরে চলছেন। সম্প্রীতি ভারত সফরের পর ভারতীয় ক্রিকেটারদের থেকে ঠিক কতটা পিছিয়ে দেশের ক্রিকেটাররা সেটা স্পষ্ট।
এবার এ নিয়ে ক্ষোভ ঝাড়লেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। সারা বছর ধরেই ক্রিকেটারদের নানা রকমের সমস্যা আর ঝামেলা থাকে। তবে বিপিএল এলে খেলোয়াড়রা ফিট হয়ে ওঠেন কারণ এখান থেকে বড় অঙ্কের অর্থ পাওয়া যায় এমনটাই দাবি সুমনের।
জাতীয় দৈনিক পত্রিকা কালের কণ্ঠের এক প্রতিবেদনে বাশারের উদ্ধৃতিতে বলা হয়েছে, “বিপিএলের সময় কোন ক্রিকেটারের ছুটির প্রয়োজন হয়না। অন্য সময়ে অনেকের চিকিৎসার প্রয়োজন হয়। অনেকেরই অনেক কিছুর প্রয়োজন হয় তখন।”
বাশার আরো বলেন, “বিপিএল এলে একদিন থেকে নিশ্চিন্ত থাকি। কারণ এই সময়ে কারো পারিবারিক সমস্যা বা অন্য সমস্যা থাকে না৷ ছুটিও লাগে না তখন।”
বাশার মনে করেন, নিজেদের ভালো খারাপ ক্রিকেটারদেরই ভালো বুঝতে হবে। ফিটনেস ঠিক রাখতে কি করা উচিত কি উচিত না সেটা তাদেরই বুঝতে হবে। নিজেকেই বাছাই করতে হবে কোন খাবার নিজের জন্য উপযোগী৷