নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অনেক বাধা-বিপত্তি পেরিয়ে সবকিছু ঠিক থাকলে আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হতে হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের সপ্তম আসর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে তাকে উৎসর্গ করে এবার আয়োজন করা হচ্ছে বঙ্গবন্ধু বিপিএল।
ইতিমধ্যেই বেশ জোরালো ভাআে কাজ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
ফ্র্যাঞ্চাইজিদের সাথে বিসিবির চুক্তি শেষ হওয়ায় নতুন করে তাদের সাথে চুক্তি নবায়ন না হওয়ায় নিজেদের অর্থায়নে বঙ্গবন্ধু বিপিএল আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। গতবারের ফ্র্যাঞ্চাইজিরা থাকলেও ৫ দলের পৃষ্ঠপোষকপর জন্য ৫ টি কোম্পানীর সাথে চুক্তিবদ্ধ হয়েছে বিসিবি। আর নাকি দুই দলের সব কিছুর দায়িত্বে থাকবে বিসিবি নিজেই।
গত বারের ঢাকা ডাইনামাইটসের পৃষ্ঠপোষকতার জন্য স্পন্সরশীপ পেয়েছে যমুনা ব্যাংক। যমুনা ব্যাংক স্পন্সরশীপ পাওয়ার পর পরিবর্তন এনেছে তাদের দলের নামে। গত বছর ঢাকা ডাইনামাইটস নামে বিপিএল মাতানো ঢাকা এবার বিপিএলে আসছে ঢাকা নওয়াব নামে। ইতিমধ্যেই নিজেদের নাম চুড়ান্ত করেছে তারা। এছাড়া বাকি দল গুলোর নামেও এনেছে পরিবর্তন।
আগামী ১১ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বঙ্গবন্ধু বিপিএল নামের বিপিএলের সপ্তম আসর। কয়েক বিপিএলে না থাকলেও এবার বিপিএলে থাকছে উদ্বোধনী অনুষ্ঠান। আগামী ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। এর আগে চলতি মাসের ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট।