একে শাহেদ »
গতকাল (১১ ডিসেম্বর) সিলেট ও চট্টগ্রামের ম্যাচ দিয়ে হয়ে গেলো বিশেষ আসর ‘বঙ্গবন্ধু বিপিএল’ এর উদ্বোধনী ম্যাচ। দিরে প্রথম ম্যাচেই অসাধারণ জয় পেয়েছে চট্টগ্রাম। তবে দিনের দ্বিতীয় ম্যাচে রংপুরের মুখোমুখি হয় কুমিল্লা। প্রথমে ফিল্ডিং করতে নেমে চোটে পড়েন রংপুরের তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান।
নেপাল থেকে স্বর্ণ জয় করে এসেছেন জাকির। এসএ গেমসে শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণ জিতে নেয় টাইগাররা। সেখান থেকে ফিরেই যোগ দিয়েছেন বিপিএলে দল পাওয়া রংপুর রেঞ্জার্সের সঙ্গে। তবে প্রথম ম্যাচে স্কোয়াডে থেকেও ব্যাট করতে পারেননি এ ব্যাটসম্যান। জানা যায় ফিল্ডিংয়ে চোটে পড়েন যার জন্য ব্যাট হাতে নামেননি তিনি।
তবে রংপুরের টিম ম্যানেজম্যান্ট জানিয়েছে জাকিরের চোট গুরুতর নয়। তারা তাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি, যার জন্য ব্যাটিং করতে নামেননি জাকির। তবে তাদের দ্বিতীয় ম্যাচের একাদশে দেখা যেতে পারে তাকে। এমনটিই ইঙ্গিত করেন রংপুরের টিম ম্যানেজম্যান্ট।
গতকাল (বুধবার) দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লার বিপক্ষে ১০৫ রানে হেরেছে জাকিরের চট্টগ্রাম। প্রথমে ব্যাট করে দাসুন শানাকার (৭৫*) মারকুটে ইনিংসে কুমিল্লা ৭ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে। জবাবে রংপুর ৯ উইকেট হারিয়ে স্কোরকার্ডে ৬৮ রান জমা করে। তবে চোটে পড়ে ব্যাট করতে পারেননি জাকির হাসান।