বিপিএলের ব্যাটিং রেকর্ডের সবই যেনো এক তামিমের কব্জায়!

সানিউজ্জামান সরল »

আর ৪ দিন পরেই বেজে উঠবে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দামামা। চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি। এবারের আসরের উদ্বোধনী যে বিগত সবগুলো অনুষ্ঠানের চাইতে বেশি জমকালো হবে। আর তাইতো ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরকে ঘিরে উৎসাহের কমতি নেই ভক্ত-সমর্থকদের মাঝে।

বিপিএল ক্রিকেটার তৈরির একটি বড় মঞ্চ। ক্রিকেটার তৈরির বড় এই মঞ্চের ব্যাটিং পরিসংখ্যান যেন দেশী ব্যাটসম্যানদের নিয়েই পরিপূর্ণ। বিশেষ করে উল্লেখ করতে হয় দেশের ক্রিকেটের সেরা ব্যাটসম্যান তামিম ইকবালের কথা।

সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে অবস্থান করা এই ব্যাটসম্যান এ পর্যন্ত খেলেছেন চিটাগং কিংস, চিটাগং ভাইকিংস, দুরন্ত রাজশাহী এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। এবারের আসরে তাকে ঢাকা প্লাটুনের হয়ে মাঠ মাতাতে দেখবে দেশবাসী।

এ পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৬টি পর্ব মাঠে গড়িয়েছে। এই ৬টি পর্বে দেশী ক্রিকেটারদের মধ্যে বিপিএলের ব্যাটিং যেন এক তামিমেই আলোকজ্জ্বল। এ পর্যন্ত ৫৮ ম্যাচে ব্যাট ৩৫+ এভারেজে ব্যাট চালিয়েছেন তিনি, করেছেন বিপিএলের সর্বোচ্চ ১৮২৫ রান।

বিপিএলের ব্যাটিং ইতিহাসে তামিমের কিছু রেকর্ড তুলে ধরা হলোঃ

• সেরা রান সংগ্রাহক- ১৮২৫* রান
• সবচেয়ে বেশি চারের মালিক- ১৯০* টি
• সবচেয়ে বেশি অর্ধশতকের মালিক- ১৭* টি
• ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসে দ্বিতীয় স্থানে- ১৪১* রান
• তৃতীয় সর্বোচ্চ ছক্কার মালিক- ৬০* টি

তাছাড়া আর ১৭৫ রান করলেই বিপিএল ইতিহাসে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন দেশ সেরা এ ব্যাটসম্যান। যা হবে বিপিএলের প্রথম ব্যাটসম্যান হিসেবে।

দেশের ক্রিকেটের সেরা এ ব্যাটসম্যানের ব্যাটিং গর্জনে একে একে সবাইকে ছাড়িয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। বিপিএলেও কোন রূপ ব্যাতিক্রম নয় তিনি। সব জায়গায়ই সেরাদের সেরা হিসেবে আবির্ভাব হচ্ছে তামিমের। নিজের ব্যাটিং গুনে আরো আরো এগিয়ে যাক বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা এ ব্যাটসম্যান, এটাই কামনা ভক্ত-সমর্থকদের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »