নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
প্রায় শেষ হয়ে এসেছে বিপিএল, ১৮ তারিখ পর্দা নামবে বাংলাদেশ প্রিমিয়ার লীগের এবারের আসরের । ইতিমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে বরিশাল। ফাইনাল ম্যাচের দুইদিন আগে ফাইনাল ম্যাচের সময়ে পরিবর্তন আনলো বিপিএল গভর্নিং কাউন্সিল।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান অষ্টম আসরের ফাইনাল ম্যাচের সময়ে পরিবর্তন এসেছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় ম্যাচটি শুরুর কথা থাকলেও সময় এক ঘণ্টা এগিয়ে সাড়ে পাঁচটায় এনেছে বিপিএলের গভর্নিং কাউন্সিল।
বিষয়টি আজ এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বিসিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবারের ফাইনাল ম্যাচ সন্ধ্যা সাড়ে ছয়টার পরিবর্তে বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে।
ইতোমধ্যে অষ্টম আসর পেয়ে গেছে এক ফাইনালিস্টকে। আসরের প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১০ হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল।দ্বিতীয় ফাইনালিস্টও চূড়ান্ত হয়ে যাবে আজ। আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই ম্যাচের বিজয়ী দল জায়গা করে নেবে ফাইনালে। প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের কাছে হার বরণ করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এলিমিনেটর ম্যাচে খুলনা টাইগার্সকে হারায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।