বিপিএলের ফাইনালে বিশেষ অতিথি এহসান মানি

সানিউজ্জামান সরল »

চলমান বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালের মাহেন্দ্রক্ষণ ঘনিয়ে আসছে। ফাইনাল মঞ্চ জমকালো করতে এরইমধ্যে নানারকম প্রস্তুতিও শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এরই অংশ হিসেবে এবার দেশের সবচেয়ে বড় এই টুর্নামেন্টের ফাইনালে আমন্ত্রণ জানানো হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান এহসান মানিকে। ক্রিকেটের সবচেয়ে বড় নিয়ন্ত্রক সংস্থা আইসিসির অর্থ ও ব্যবসা বিভাগের প্রধান হয়ে ম্যাচ দেখতে আসার কথা রয়েছে তার।

সূচি অনুযায়ী অতি নিকটে বাংলাদেশের পাকিস্তান সফর। তবে এ সফর নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা। কেননা, সিরিজটি ঘিরে তৈরি হয়েছে জটিলতা। বাংলাদেশ শুধুমাত্র টি-টোয়েন্টি খেলতে পাকিস্তানি যেতে চায় আর পাকিস্তানের টার্গেট টেস্ট সিরিজ। তবে টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে যেতে রাজি নয় বাংলাদেশ।

আর এতেই দেখা দিয়েছে সিরিজটি ঘিরে নানা অসম্ভাবনা। এই সিরিজটি আদো মাঠে গড়াবে কিনা, তা এখনো কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না। যদিও সফর নিয়ে নিয়মিত আলোচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালে পিসিবি প্রধান এলে, এই সফর নিয়ে এক দফা আলোচনাও হতে পারে। তবে পাকিস্তানি মিডিয়ার দাবি, এহসান মানি এখানে আসবে আসবে আইসিসির পক্ষ থেকেই। যদিও মানি আসবে কিনা, এখনো তা নিশ্চিত নয়।

এহসান মানি যদি বঙ্গবন্ধু বিপিএলের ফাইনাল উপভোগ করতে আসেন, তবে তার সঙ্গে আইসিসির পক্ষ থেকে আরেকজনের আসার সম্ভাবনা রয়েছে, সে হলেন আইসিসির প্রধান নির্বাহী মানু সাহনী।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »