বিপিএলের প্রথম ব্যাটসম্যান হিসেবে ২ হাজার রান পূর্ণ করলেন তামিম!

সানিউজ্জামান সরল »

ওভারের ৩য় বল করতে আসছেন সিলেটি পেসার এবাদত হোসেন। স্ট্রাইক প্রান্তে দাঁড়ানো তামিমের চোখ আত্মবিশ্বাসে ভরপুর। তামিমকে দেখে মনে হচ্ছিল, তিনি আর দেরি করতে চাইছেন না। যেভাবেই হোক এ বলে রান নেবেনই। হলোও তাই। এবাদতের করা ৩য় বলে দুই রান নিয়ে তামিমের অনন্য অর্জন!

চট্টগ্রাম পর্বের শেষ দিনে আজ (২৪ ডিসেম্বর) বেলা ১টা ৩০ মিনিটে সাগরিকায় মুখোমুখি হয়েছে ঢাকা প্লাটুন বনাম সিলেট থান্ডার। এ ম্যাচেই বিপিএল ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ২ হাজার রানের অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন তামিম। অনবদ্য এই রেকর্ডটিতে নাম লেখাতে দেশ সেরা এ ব্যাটসম্যানের ২২ গজে নামতে হয়েছে মোটে ৬১ বার।

আজকের ম্যাচে নামার আগে ২ হাজার রান পূর্ণ করতে তামিমের প্রয়োজন ছিল মাত্র ৩১ রান। কোন রকম চাপ না নিয়েই প্রয়োজনীয় এই ৩১ রান খুব সহজ ভাবেই তুলে নেন তিনি। এদিন সিলেটি বোলারদের অতি ঠান্ডা মেজাজে মোকাবেলা করে এমন এক মাইলফলক স্পর্শ করেন দেশ সেরা এ ব্যাটসম্যান। সেই সাথে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টে ২ হাজার পূর্ণ করে তামিম পৌঁছে গেলেন অনন্য এক উচ্চতায়।

অনন্য এই অর্জনের আগে তামিমের পথের কাঁটা হয়ে বসেছিলো চোট ও অপ্রত্যাশিত জ্বর। তবে পথের এই কাঁটাকে সরাতে খুব একটা সময় নেয় নি তিনি। এক ম্যাচের অপেক্ষার পরেই চোট ও জ্বর কাটিয়ে দলে ফিরে এসেছেন দেশ সেরা এ ব্যাটসম্যান। ফিরে এসে রেকর্ডের পাতায় নিজের নামটা বসাতে কোন রকম ভুল করলেন না তামিম।

নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। তবে দেশের ক্রিকেটের সেরা এই ব্যাটসম্যান শুধু দেশের গণ্ডিতেই থেমে থাকেন নি। পারফরম্যান্স দিয়ে নিজেকে নিয়ে গেছেন বিশ্বের সেরা সব ওপেনারদের পাশে। বিশ্বের বাঘা বাঘা ওপেনারদের তালিকায় তামিম ইকবাল অন্যতম এক নাম। তামিম ইকবাল আরো আরো এগিয়ে যাক, কামনা ভক্ত-সমর্থকদের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »