নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অবশেষে সকল ঝামেলার অবসান ঘটিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল মাঠে গড়াবে পূর্ব নির্ধারিত সময়েই। তবে পাল্টে যাচ্ছে নাম ও পুরোনো নিয়ম। আজ দুপুরে বিসিবি কার্যালয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন এবারের বিপিএলের নাম হবে বঙ্গবন্ধু বিপিএল। যে দলগুলো আগে ছিল এবারও সেসব দল থাকবে। তবে এই বিপিএলের সকল খরচ বহন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রত্যেকটি দলের খরচ, খেলোয়াড়দের খরচ সহ যাবতীয় সব খরচ বহন করবে বোর্ড। তবে দল মালিকরা বিদেশ থেকে কোচ বা অতিরিক্ত খেলোয়াড় আনতে চাইলে আনতে পারবে।
সব দলের নাম আগের মতই থাকবে। এই নিয়ে বিসিবি সভাপতি বলেন, আমরাই এই বিপিএলের সব খরচ বহন করব। এবং গতবারের মত এবারও সাতটি দল নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগ অনুষ্ঠিত হবে।”