নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামী ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের বিপিএল আসর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের বিপিএলের নামকরণ হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। আসরটিতে অংশগ্রহণ করবে মোট সাতটি দল। গতকাল (রবিবার) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় বিপিএল এবারের আসরের প্লেয়ার ড্রাফট।
আসরে অংশগ্রহণকারী সাতটি দল নিজের পছন্দের প্লেয়ারদের দলে ভিড়িয়েছে। তবে কেউ আবার বিসিবির দেওয়া নিয়ম ভঙ্গ করেছে দল সাজাতে গিয়ে। যার মধ্যে ঢাকা প্লাটুন দুজন এ+ ক্যাটাগরির ক্রিকেটারকে দলে ভিড়িয়ে নিয়ম ভেঙ্গেছে। বিসিবির দেওয়া নিয়ম অনুযায়ী এক জন এ+ ক্যাটাগরির ক্রিকেটার দলে নেওয়ার কথা ছিলো।
তাছাড়া বিসিবি প্রতিটি দলে একজন লেগ স্পিনার ও একজন ১৪০+ গতির পেসার দলে নেওয়া বাধ্যতামূলক করে দেয়। তবে সে নিয়ম ভঙ্গ করেছে এবারের আসরের চারটি দল। তবে চারটি দলের নাম জানা যায়নি। নাম জানা না গেলে ও বিসিবি থেকে তাদের নোটিশ দিচ্ছে তা জানা গেছে।
প্লেয়ার ড্রাফট শেষে মিডিয়াকে এমনটিই জানিয়েছেন বিসিবির সহ-সভাপতি মাহাবুব আনাম। তিনি বলেন, ‘প্রতিটি দল কিন্তু এখনও কোটা পূরণ করেনি। তাদের সবাইকে কোটা পূরণ করতে হবে। তাছাড়া আমাদের দেওয়া নিয়ম অনুযায়ী একজন লেগী ও ১৪০+ গতির পেসার দলে নেওয়ার কথা ছিলো। মাত্র তিনটি দল ১৪০+ গতির পেসার নিয়েছে, যেখানে আরো চারটি দল বাকি আছে। তাদেরকে বিসিবি থেকে নোটিশ দেওয়া হবে।’