নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ফ্র্যাঞ্জাইজি ভিত্তিক টুর্নামেন্ট ছেড়ে বিসিবির নিজেদের অর্থায়নে আয়োজন করা হচ্ছে বিপিএলের সপ্তম আসর। এবারের সাতটি দলের ব্যবস্থাপনায় থাকবে বিসিবির কর্মকর্তারা আর স্পন্সররাই ঠিক করবেন কোচ খেলোয়াড়রা। বিপিএলের গঠনে পরিবর্তন আসায় ভাবা হচ্ছিলো কদর কমে যাচ্ছে দেশি কোচদের। তবে এমন শঙ্কার কিংবা ভাবনার অবশ্য কারনও ছিলো বটে।
বিপিএল নিয়ে আলাপকালে বিসিবি বস নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন বিদেশি ক্রিকেটারদের সাথে পাশাপাশি প্রায় ৩০ জন বিদেশি কোচ আগ্রহ দেখিয়েছে বিপিএলের সাথে যুক্ত হতে। আর তাতেই চিন্তার ভাঁজ পড়ে দেশি কোচদের মাঝে। তবে সময় গড়িয়ে যখন বিপিএল খুব সন্নিকটে তখন সুযোগ বাড়ছে দেশি কোচদের। তখন আগ্রহ দেখালেও সময়ের পালাবদলে আগ্রহ হারিয়েছে অনেকেই। তাই তো স্বস্তির হাসি দেশি কোচদের মাঝে।
ইতিমধ্যে দল গুলো তাদের কোচিং স্টাফ সাজানো শুরু করেছে। তারই ধারাবাহিকতায় ঢাকা নওয়াবের কোচ হওয়ার দৌড়ে সব থেকে এগিয়ে আছেন দেশ সেরা কোচ ও গতবারের কুমিল্লা ভিক্টোরিয়ানসকে চ্যাম্পিয়ান করা কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। সালাহউদ্দিনের হাত ধরে উঠে এসেছে বেশ কিছু নাম করা ক্রিকেটার। আজকের বিশ্বসেরা সাকিব আল হাসান এখনো ব্যাটিং নিয়ে সমস্যায় পড়লে ছুটে যান গুরু সালাহউদ্দিনের কাছে।
সেই সাথে রাজশাহীর দলেও দেশি কোচের সম্ভাবনা প্রবল বলে জানা গিয়েছে। আরেক দেশ সেরা কোচ সারোয়ার ইমরানকে দেখা যেতে পারে রাজশাহী রানারের কোচ হিসেবে। এর আগেও অবশ্য রাজশাহী কিংসের হয়ে কোচের দায়িত্বে ছিলেন তিনি। সালাহউদ্দিন -সারোয়াররা থাকলেও এবার কোচিংয়ে দেখা যাবে না বিপিএলের সফলতম কোচ খালেদ মাহমুদ সুজনকে।
গতবারের আগের বার ঢাকা ডাইনামাইটসকে চ্যাম্পিয়ান করেছিলেন তার কোচিংয়ে। বেশ কবছর ধরেই বিপিএলে নিয়মিত কোচের দায়িত্ব পালন করছেন। তবে এবার না থাকার কারন হচ্ছে প্রতিটি দলে একজন করে বোর্ড পরিচালক থাকবেন। তিনিও কোন না কোন দলের পরিচালক হিসেবে থাকবেন।
সব কিছু ঠিক থাকলে আগামী ১১ ডিসেম্বর পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের সপ্তম আসর। তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে এবারের এবারের বিপিএলের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু বিপিএল।