বিপিএলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সাজিদা জেসমিন »

টিক টক….টিক টক…..। ঘড়ি ছুটে চলেছে আপন গতিতে। সন্ধ্যা ৭টা ছুঁই ছুঁই, এমন সময়ে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বিপিএল উদ্বোধন ঘোষণা করেন৷ বলা বাহুল্য, এবার বঙ্গবন্ধুর জন্মের শততম বার্ষিকী উপলক্ষে বিপিএলের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু বিপিএল।

স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডে কয়েকদিন ধরেই বেশ তোরজোর নিয়েই বিশেষভাবে নির্মিত ব্যালকনিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন-‘বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ এই টুর্নামেন্টের উদ্বোধনের দিনে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি শুভ কামনা জানাচ্ছি। আশা করছি সামনের দিনে এই টুর্নামেন্ট সফল হবে। সার্থক হবে। আজকের এই অনুষ্ঠান আপনারা সবাই ভালোভাবে উপভোগ করুন। সেই সঙ্গে আমি এই বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগ ২০১৯ এর শুভ উদ্বোধন ঘোষণা করছি।’

এসময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন। প্রধানমন্ত্রী বিপিএলের উদ্বোধন ঘোষণার খানিক পরেই স্টেডিয়ামের চারপাশ থেকে আতশবাজির উৎসব শুরু হয়। নানারূপে সেজে উঠে স্টেডিয়াম। পুরো স্টেডিয়াম রং – বেরং এ-র আলোতে সজ্জিত হয়। চারপাশ হয় রঞ্জিত। বঙ্গবন্ধু বিপিএল এর মাঠের লড়াই শুরু হবে আগামী ১১ ডিসেম্বর।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »