বিপিএলের উদ্বোধনী ম্যাচে অনিশ্চিত মাহমুদউল্লাহ

কে এম আবু হুরায়রা »

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। জাতীয় দলের পাঁচ সিনিয়র ক্রিকেটারদের একজন তিনি। তবে সাম্প্রতিক ফর্মটা ভালো যাচ্ছে না এ অলরাউন্ডারের। এখন ভোগছেন চোটেও। সব মিলিয়ে বিপিএলের উদ্বোধনী ম্যাচে অনিশ্চিত মাহমুদউল্লাহ রিয়াদ।

ভারতের সাথে টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে অর্থাৎ গোলাপি বলের দিবারাত্রি টেস্ট ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। তার পর আর খেলা হয়নি এ ব্যাটসম্যানের। তবে এখন বিপিএলের প্রথম ম্যাচেও অনিশ্চিত চট্টগ্রামের অধিনায়ক রিয়াদ।

চোট না সারার কারণে এখনো ব্যাটিং ও বোলিং করতে পারছেন না তিনি। শুধু রানি সেশন করে যাচ্ছেন তিনি। আজ (শনিবার) সকালেও মিরপুরের একাডেমি মাঠে রানিং করেছেন তিনি। যার ফলে তাকে প্রথম ম্যাচে পাওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নিজস্ব ফিজিও নিশ্চিত করে কিছু বলতে রাজি হননি। তিনি অপেক্ষায় আছেন বাংলাদেশ জাতীয় দলের ফিজিওর সংকেতের অপেক্ষায়। কেননা তিনি জাতীয় দলের একজন নিয়মিত মুখ।

আগামী ১১ ডিসেম্বর মাঠে গড়াবে বঙ্গবন্ধু বিপিএল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডার। নগর বন্দরী দলটির এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটার রিয়াদ। তাছাড়াও বঙ্গবন্ধু বিপিএলে তিনিই নেতৃত্ব দিবেন চট্টগ্রামকে।এখন দেখা বিষয় উদ্বোধনী ম্যাচ খেলেন কিনা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »