বিপিএলের অবস্থা জানতে চেয়েছেন ওয়াটসনের স্ত্রী

https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »

বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ টুরনামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে জল ঘোলা কম হয়নি। কখনও ফ্র্যাঞ্চাইজিদের সাথে বোর্ডের দ্বন্দ্ব আবার কখনও ক্রিকেটারদের সাথে ফ্র্যাঞ্চাইজিদের চুক্তি। বিতর্ককে উস্কে দিয়ে শেষ পর্যন্ত বন্ধই হয়ে যাচ্ছিল বিপিএল!

সমস্যার সমাধান করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফ্র্যাঞ্চাইজিগুলো বাতিল করার মাধ্যমে বোর্ডের অধীনেই করতে চাচ্ছে সপ্তম আসরের আয়োজন। এদিকে ফ্র্যাঞ্চাইজি বাতিল করা সহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে বিপিএলের নামকরণও করা হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’।

টুর্নামেন্টের নিয়মের এমন হুটহাট প্রইবর্তনের কারণে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। কেননা তারকা ক্রিকেটারদের সাথে চুক্তি করা তো আর চাটটিখানি কথা না!

খুলনা টাইটান্স ফ্র্যাঞ্চাইজি প্রধান কাজি এনাম জানিয়েছেন তাদের সাথে চুক্তিবদ্ধ ক্রিকেটার শেন ওয়াটসনের স্ত্রী জানতে চেয়েছেন বিপিএলের অবস্থা কোন পর্যায়ে রয়েছে। এনাম বলেন, ‘শেন ওয়াটসন কিংবা গেইলদের সাথে চুক্তি করতে অনেক কষ্ট করতে হয়। ৬ মাস চেষ্টা করে ওয়াটসনের সাথে চুক্তি করেছি। ওয়াটসনের  স্ত্রী ও তার ম্যানেজার আমাকে ফোন করে জিজ্ঞেস করেছে বিপিএল নিয়ে এখানে কি হচ্ছে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »