বিপিএলকে সামনে রেখে ১০ কেজি ওজন কমালেন মাশরাফী

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দীর্ঘদিন ধরে মাঠের বাহিরে আছেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ২০১৯ বিশ্বকাপের পর আর মাঠে দেখা যায়নি মাশরাফীকে। বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সিরিজের কথা থাকলেও ইনজুরির কারনে শ্রীলঙ্কা সফরে যাওয়া হয়নি মাশরাফীর। তবে সব কিছু ঠিক থাকলে আসন্ন বঙ্গবন্ধু বিপিএল দিয়ে আবারও মাঠে ফিরবেন ওয়ানডে অধিনায়ক। আসন্ন বিপিএলকে সামনে নিজের পুরোনো ফিটনেস ফিরে পেতে ১০ কেজি ওজন কমিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা।

বিশ্বকাপে আশানুরূপ পারফরম্যান্স না হওয়ায় বিপিএলে তাকে নিয়ে কাড়াকাড়ি ছিলো না। এ+ ক্যাটাগরিতে ছিলেন তামিম,মাশরাফী,মুশফিক ও রিয়াদসহ চার ক্রিকেটার। তামিম,রিয়াদ ও মুশফিকদের নিয়ে কাড়াকাড়ি হলেও মাশরাফীর প্রতি আগ্রহ দেখায়নি দলগুলো। যেখানে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ছিলো ২০১৯ বিশ্বকাপের পারফরম্যান্স ও তার ফিটনেস। বিপিএলোর নিলামের পঞ্চম রাউন্ডে এসে তাকে দলে ভেড়ায় যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন।

তাকে দলে নেয়ার আগ্রহ না দেখানোর কারন জানতে চাইলে দল গুলো বলেন মাশরাফী অনেকদিন ধরেই ক্রিকেটের বাহিরে তাই তার ফিটনেস নিয়েও কথা উঠেছে। তবে আসন্ন বিপিএলকে সামনে রেখে অনুশীলন শুরু করেছেন মাশরাফী। আর বিপিএলে নিজের সেরাটা উজার করে দিতে ফিটনেস নিয়ে কাজ করছেন তিনি। শোনা গেছে নিজেকে ফিট করতে প্রায় ১০ কেজি ওজন কমিয়েছেন তিনি।

মাশরাফীর ফিটনেস ইস্যু নিয়ে হাবিবুল বাশার সুমন বলেন, ‘মাশরাফী অনেকদিন ধরে চুপিচুপি অনুশীলন করছেন কিন্তু কেউ জানে না। মাশরাফীর বোলিংয়ের অভিজ্ঞতা বলুন আর সামর্থ্য বলুন কোনটিই কখনো কমেনি আর কমবেও না।’

তিনি আরও বলেন, ‘ফিটনেস নিয়ে ও প্রচুর কাজ করেছে। প্রায় ১০ কেজি ওজন কমিয়েছে আর এখন দেখতেও বেশ সতেজ লাগছে। মাশরাফী বিপিএলে ভালো করবে। ওর এখনও খেলার আগ্রহ বেশ আর ওকে খেয়াল করলেই বোঝা যায়। ওকে নিয়ে অনেকেই অনেক কিছু বলে কিন্তু আমি বিশ্বাস করি এখনও ও ক্রিকেট খেলতে চায়। আর একটা কথা হলো মাশরাফী যখন খেলে তখন সেরাটা দিয়েই খেলে। আর এসব কারনেই অন্যান্যদের সাথে মাশরাফীর পার্থক্য।’

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »