নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মেলবোর্ন সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে পাকিস্তানের বিপক্ষে সুবিধাজনক অবস্থান ধরে রখেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের চেয়ে ২৪১ রানে এগিয়ে রয়েছে অজিরা। হাতে রয়েছে ৪ উইকেট।
প্রথম ইনিংসে ৬ উইকেটে ১৯৪ রান নিয়ে দ্বিতীয় দিনে খেলা শুরু করে পাকিস্তান। প্রথম সেশনে মধ্যাহ্ন বিরতির কিছু সময় আগে ২৬৪ রানে অলআউট হয় পাকিস্তান। রিজওয়ান ৪২ ও আমের জামাল অপরাজিত ৩৩ রান করেন অজি বোলার প্যাট কামিন্স ৪টি, নাথান লিয়ন ৪টি ও হ্যাজালউড ১টি উইকেট নেন।
৫৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরতেই চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। উসমান খাজা (০) ও মার্নাস লাবুশানের (৪) উইকেট হারিয়ে ৬ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে যায় অজিরা। দ্বিতীয় সেশনের শুরুতেই ডেভিড ওয়ার্নার ৬ ও ট্রাভিস হেড ০ রানে আউট হলে ১৬ রানে ৪ উইকেট হারিয়ে আরও চাপে পড়ে যায় অজিরা।
এরপর স্টিভেন স্মিথ ও মিচেল মার্শ পঞ্চম উইকেট জুটিতে দরকে চাপ মুক্ত করেন। এই দুইজনের ব্যাটে শক্ত প্রতিরোধ গড়ে অস্ট্রেলিয়া। দ্বিতীয় সেশনে আর কোনো বিপর্যয় ঘটতে দেননি তারা। ফিফটির দেখা পান মার্শ। ৪ উইকেটে ১০৭ রান নিয়ে চা বিরতিতে যায় অস্ট্রেলিয়া।
তৃতীয় সেশনেও প্রতিরোধ অব্যহত রাখেন মার্শ ও স্মিথ। সেঞ্চুরির দিকে এগুতে থাকেন মার্শ। তবে অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। ৯৬ রান করে আউট হন মার্শ। ভাঙ্গে ১৫৩ রানের পঞ্চম উইকেট জুটি। এরপর ফিফটির দেখা পান স্মিথও। তবে ৫০ রান করে দিনের একদম শেষভাগে দলীয় ১৮৭ রানে আউট হন স্মিথ। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৮৭ রানে শেষ হয় তৃতীয় দিনে খেলা।
নিউজক্রিকেট২৪/আরএ