বিপদে পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা জানাতে ভুল করেনি জিম্বাবুয়ে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

জিম্বাবুয়ের ক্রিকেট অধ্যায় প্রায় শেষ হতেই চলেছিল। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি জিম্বাবুয়ে ক্রিকেটের সদস্যপদ বাতিল করে। মুখ ফিরিয়ে নেয় স্পন্সররাও। সব মিলিয়ে দেশের ক্রিকেট নিয়ে সন্দীহান জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। ক্রিকেটাররাও জানেন না কি হবে সামনে। কেউ কেউ আবার ক্রিকেট ছেড়ে চাকরি খুঁজতেও শুরু করেছেন। সদস্যপদ বাতিল হওয়ায় আইসিসির কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করা যাবে না। তবে খেলতে বাঁধা নেই দ্বিপাক্ষিক বা ত্রিদেশীয় সিরিজ। কিন্তু এমন খারাপ সময়ে কে পাশে দাঁড়াবে?

বাংলাদেশের ক্রিকেটে এখনো এত খারাপ সময় না আসলেও মাঠের ফলাফল কয়েকবছর আগেও অনেক বেশি খারাপ ছিল। বিভিন্ন অজুহাতে বড় দলগুলো দ্বিপাক্ষিক সিরিজে রাজি হতো না একদম। কিন্তু সবাই মুখ ফিরিয়ে নিলেও একটা দল ঠিকই সব সময় আমাদের ডাকে সাড়া দিত আর সেটা জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের খারাপ সময়ে আজ পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ট্রাইনেশন সিরিজ। বাংলাদেশ, আফগানিস্তানের পাশাপাশি আরেক দল এই জিম্বাবুয়ে। স্পন্সররাও যখন আশার কথা শোনায় নি তখনই এগিয়ে গিয়েছে বিসিবি।

ট্রাইনেশন সিরিজ খেলতে এখন ঢাকায় জিম্বাবুয়ে। দলের সিনিয়র ক্রিকেটার হ্যামিল্টন মাসাকাদজা এই সিরিজের পরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। আজ মিরপুরে সংবাদ সম্মেলনে এই সিরিজ নিয়ে কথা বলেন তিনি। তিনি বলেন, “আমাদের খারাপ সময়ে পাশে দাঁড়িয়েছে বিসিবি। আমরা এখন যে খেলছি এর পেছনে অবদান বাংলাদেশের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আমরা কৃতজ্ঞ। আমাদেরকে আবার ক্রিকেট খেলার সুযোগ করে দেয়ার জন্য ধন্যবাদ।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »