বিনির ঝড়ের পরও জয় পাঞ্জাবের

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »

স্ট্রুয়াট বিনির ঝড়ো ইনিংসের পরও রাজস্থান রয়্যালস কিংস ইলেভেন পাঞ্জবের কাছে হেরেছে ১২ রানে।

টস হেরে ব্যাট করতে নামা পাঞ্জাব শুরুটা মোটামুটি ভালোই করে। ক্রিস গেইল এবং লোকেশ রাহুল মিলে গড়েন ৩৮ রানের জুটি। ২২ বলে ৩০ রান করা গেইল ফিরে যান উইকেটরক্ষক স্যামসনের হাতে ক্যাচ দিয়ে। মায়াঙ্ক আগারওয়ালকে নিয়ে আবারও জুটি বাধেন রাহুল। আগারওয়াল ১২ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস খেলে ফিরে গেলে ব্যক্তিগত ৫২ রানে ফিরে যান রাহুলও। এদিকে ডেভিড মিলারের ২৭ বলে ৪০ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রানের সংগ্রহ পায় পাঞ্জাব।

জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাবের সমান ৩৮ রানের ওপেনিং জুটি গড়ে রাজস্থানও। বাটলার ২৩ রানে আউট হলে লম্বা জুটি গড়ে দলকে এগিয়ে নিতে থাকেন রাহুল ত্রিপাতি এবং সানজু স্যামসন। ২৭ রানে স্যামসন বোল্ড হলে ও অর্ধশতক হাঁকিয়ে ত্রিপাতি ফিরে গেলে চাপে পড়ে রাজস্থান। সেই চাপ কাটিয়ে উঠতে মরিয়া হয়ে যান আজিঙ্কা রাহানে ও স্টুয়াট বিনি। বিনি ১১ বলে অপরাজিত ৩৩ রান করলেও শেষ পর্যন্ত তাঁর দল হারে ১২ রানের ব্যবধানে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »