বিদায় নিলেন ওয়ালশ, ম্যাকেঞ্জি, জোশি এবং চন্দ্রমোহন

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বাংলাদেশ দলের বিশ্বকাপ ব্যর্থতার দায় যে শুধুই ক্রিকেটারদের নয় সেটা অন্তত আন্দাজ করতে পেরেছেন দেশের আম ক্রিকেট ভক্ত থেকে শুরু করে উপর মহল পর্যন্ত। সোমবার বিসিবি কর্তাদের সভা শেষে মিডিয়ার সামনে খোলাখুলি ভাবে মিডিয়ার সামনে কিছু না বললেও বিদায় করে দেয়া হচ্ছে পুরো কোচিং স্টাফকে।

বাংলাদেশ দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ, স্পিন বোলিং কোচ সুনিল যোশি এবং ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জির সাথে বিসিবির চুক্তি ছিল এই বিশ্বকাপ পর্যন্ত। ফলে তাদের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় নতুন করে চুক্তি করতে চাচ্ছে না বিসিবি। ম্যাকেঞ্জি লঙ্কা সফরে দলের সাথে যাচ্ছে না। কারন হিসেবে ব্যক্তিগত ইস্যু দাড় করালেও ধারণা করা হচ্ছে বিদায় নিতে পারেন ম্যাকেঞ্জিও।

এদিকে কোচিং স্টাফের আরেক সদস্য ফিজিও থিহান চন্দমোহনের সাথেও চুক্তির মেয়াদ বর্ধিত করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফলে কোচিং স্টাফে বড় রদবদল আনলো ক্রিকেট বোর্ড। যেখানে কোচিং স্টাফের পুরনো সদস্য হিসেবে থাকছেন কেবল ফিল্ডিং কোচ রায়ান কুক এবং কম্পিউটার বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখরন।

বাংলাদেশ তাই শ্রীলঙ্কা সফরে যাচ্ছে কোচবিহীনভাবেই। তবে আবারও ঘুরে ফিরে সাকিব-তামিমদের দায়িত্ব দেয়া হতে পারে আলোচিত কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »