শোয়েব আক্তার »
চলতি মাসে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য আজই ১৫ সদস্যের দল ঘোষণা পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই দলে জায়গা পাননি ফাস্ট বোলার মোহাম্মদ আমির! দল থেকে বাদ পড়ে এক বিতর্কিত টুইট করে দেশি-বিদেশি ভক্তদের রোষাণলে পড়েছেন এই পেসার।
দল ঘোষণার পর আমিরের দলে না থাকা নিয়ে বিস্ময় প্রকাশ করে টুইট করেন এক পাকিস্তানি সাংবাদিক। টুইটে তিনি লেখেন মোহাম্মদ আমির কে দলে না রাখার কারণ কি আমি জানি না? এই টুইটের রি-টুইটে আমির লেখেন, ‘কারণ টা হচ্ছে টেস্ট ক্রিকেট!’
এমন টুইটের পর ই অনেক নেতিবাচক টুইট আসতে থাকে। মোহম্মদ আমির শেষ পর্যন্ত বাধ্য হোন টুইট টি সরিয়ে নিতে। এরপর তিনি নতুন আরও একটি টুইটে লেখেন, ‘কোন চিন্তা করবেন না। আমি খুব দ্রুত ফিরে আসবো, ইনশাআল্লাহ।’
তবে প্রথম টুইট মুছে ফেললেও খুব দ্রুত-ই সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়ে। আমিরের টুইটের জবাবে অনেকে তাঁকে দেশদ্রোহি হিসেবে বর্ণণা করেন। কেউ কেউ তাঁকে পাকিস্তান ছেড়ে ইংল্যান্ডে চলে যাওয়ার পরামর্শ দেন।
অনেকে ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত কে ইতিবাচক হিসেবে দেখছেন এবং মোহাম্মদ আমির কে দল থেকে বাদ দেওয়া কে সঠিক সিদ্ধান্ত বলে মনে করেন।
উল্লেখ্য, গত বছর হঠাৎ ই টেস্ট ক্রিকেট কে বিদায় বলে দেন মোহাম্মদ আমির। কিছু দিন পর একই পথে হাঁটেন ওয়াহাব রিয়াজ ও। এ দুজনের অনুপস্থিতিতে টেস্ট ক্রিকেটে বেশ কঠিন সময় পার করছে পাকিস্তান।
ওই সময় আমির ও রিয়াজের টেস্ট ক্রিকেট ছেড়ে দেওয়ার তীব্র সমালোচনা করেন দেশটির বেশির ভাগ সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক’রা। এমন কি দেশটির প্রধান কোচ ও নির্বাচক মিসবাহ উল হোক ও প্রকাশ্যে দুজনের এমন সিদ্ধান্তের বিরোধীতা করেন।
বঙ্গবন্ধু বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলছেন মোহাম্মদ আমির। প্রথম কোয়ালিফায়ারে তাঁর বিপিএলের ইতিহাস সেরা বোলিং-(১৭/৬) এ ফাইনালের টিকিট পায় খুলনা টাইগার্স। আগামীকাল রাজশাহী রয়্যালসের বিপক্ষে বিপিএলের শিরোপা’র লড়াইয়ে নামার আগে মোহাম্মদ আমিরের জন্য এটা অনেক বড় মানুষিক ধাক্কা বটে!