বিতর্কিত পোস্টের জন্য ক্ষমা চাইলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক »

বিতর্কিত ফেসবুক পোস্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ক্ষমা চেয়েছেন তারুণ টাইগার পেসার তানজিম হাসান সাকিব। বয়স কম হওয়ায় ও বিশ্বকাপের কথা মাথায় রেখে সাকিবকে বিসিবি সতর্ক করে দিয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে জানান বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। তিনি বলেন, ‘ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট অপারেশন্স থেকে তানজিম সাকিবের সঙ্গে আলোচনা হয়েছে। তার সঙ্গে আমরা কথা বলেছি। মিডিয়া কমিটি থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাকে আমরা অবগত করেছিলাম, যেসব পোস্ট ফেসবুকে এসেছে…। এ ব্যাপারে তার বক্তব্য হচ্ছে—কাউকে আঘাত করার উদ্দেশে এরকম পোস্ট দেওয়া নয়। সে যেসব পোস্ট দিয়েছে সেগুলো কাউকে উদ্দেশ্য করে নয়। তারপরও কারও যদি আঘাত লেগে থাকে সেজন্য সে দুঃখিত।’

এসময় তিনি জানান সাকিবের বয়স বিবেচনা করে তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়নি। তবে তাকে সতর্ক করে দেয়া হয়েছে। সাকিবকে পর্যবেক্ষণে রাখা হবে। যদি ভবিষ্যতে এরকম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

জালাল ইউনুস বলেন, ‘তার পরিবারও এ ব্যাপারে খুবই শঙ্কিত। এমন পরিস্থিতি তারা আশা করেনি। তারাও দুঃখিত। সামনে বিশ্বকাপ আছে, সে তরুণ ছেলে, বয়স কম। এজন্য তাকে সতর্ক করে দেওয়া হয়েছে। এরপরও ওরকম কিছু যদি থাকে তাহলে আমরা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

 

আরএ/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »