বিজয়ের লক্ষ্য আগামী তিন বিশ্বকাপ!

নিউজ ডেস্ক »

জাতীয় দলের জার্সিতে মাঠা নামা হয়নি দীর্ঘদিন। ২০১৫ বিশ্বকাপে কাঁধের ইঞ্জুরীর কারণে বাদ পড়ার পর শত লড়াইয়েও ফিরতে পারেননি জাতীয় দলে। তবে বেশ কয়েকবার ১৫ সদস্যের দলে ডাক পেলেও মাঠে নামা হয়নি প্রায় বছর তিনেক। ২০১৮ সালের পর দেশ ও দেশের বাইরে খেলেছেন কয়েকটি ওয়ানডে ম্যাচ। আশানুরূপ পারফর্ম করতে না পারায় আবারো বাদ পড়েন।

জাতীয় দলে ভীত গড়তে না পারা অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ঘরোয়া ক্রিকেটের নিয়মিত জম। প্রায় প্রতিটি ম্যাচে শতক, অর্ধশতকের ফুলঝুড়ি ছড়িয়ে যাচ্ছেন তিনি। যেকোনো সময় জাতীয় দলের জন্য প্রস্তুত, তাঁরই জানান দেয় বিজয়ের ব্যাট। ফিরতেও চান বড় স্বপ্ন নিয়ে। খেলবেন দীর্ঘদিন, করবেন বিশ্বজয়।

সম্প্রতি এক ফেইসবুক লাইভে নিজের ক্যারিয়ার নিয়ে কথা বলতে গিয়ে বিজয় জানান, ‘আমি আরো দীর্ঘদিন খেলতে চাই। কমপক্ষে আরো তিনটা বিশ্বকাপ খেলার সামর্থ্য আমার আছে এবং খেলতে চাই।’ তিন বিশ্বকাপের হিসেব মিলিয়ে দেখা যায়, আগামী ১২-১৪ বছর জাতীয় দলের বৈঠা বাইতে চান ডানহাতি এই ওপেনার।

তবে লম্বা সময় বাইশ গজে দাপিয়ে বেড়ানোর সবচেয়ে বড় হাতিয়ার ফিটনেস। সেক্ষেত্রে একেবারেই পাক্কা বিজয়। জানিয়েছেন করোনাকালের গৃহবন্দি সময়ে নিজের ফিটনেস লেভেলের কথা। এ নিয়ে তাঁর ভাষ্য, ‘মনে হচ্ছে এখনই নতুন শুরু করবো। ফিটনেস খুবই ভালো। জিম, রানিং সবকিছু হচ্ছে। ৪০-৪২ বছর বয়স পর্যন্ত অনায়াসে খেলে যেতে পারবো ইনশাআল্লাহ।’

বাংলাদেশ সময়ঃ ৭:৪৫ পিএম

নিউজক্রিকেট/ইমতিয়াজ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »