বিচ্ছেদ হলো ক্লার্ক-কাইলির!

মারুফ ইসলাম ইফতি »

অবশেষে বিচ্ছেদটা হয়েই গেল মাইকেল ক্লার্ক ও কাইলির।উভয়ের সম্মতিতে দীর্ঘ ৮ বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি রেখা টানলেন দুজনে।

বেশ কয়েকমাস ধরে ক্লার্ক ও কাইলি উভয়ে আলাদা ভাবে বসবাস করছিলেন।কিছুদিন আগেও অস্ট্রেলিয়ান গনমাধ্যমে গুঞ্জন শুনা যাচ্ছিল খুব দ্রুত আনুষ্ঠানিক ভাবে সম্পর্ক শেষ করতে যাচ্ছেন দুজনে।অবশেষে সেই গুঞ্জনকে সত্য করে দুজনের স্ব-ইচ্ছায় হয়ে গেল এই দম্পতীর বিচ্ছেদ।

উল্লেখ্য ক্লার্ক-কাইলির চার বছর বয়সী একজন কন্যা সন্তানও ছিল।তাদের একমাত্র কন্যার নাম কেসলে লি।দুজনের বিচ্ছেদ হলেও কন্যা কেসলে লি’র সাথে সম্পর্ক অটুট থাকছে দুজনের।নিজেদের এই বিচ্ছেদে কন্যা কেসেলের জীবন যাত্রায় কোন প্রভাব পড়বে না বলে জানিয়েছেন দুজনই।

বিচ্ছেদের পর দুজনে বলেন ” আমরা পরস্পরের প্রতি শ্রদ্মাবোধ রেখেই নিজেদের সম্মতিতে আলাদা হয়েছি।
কাগজে কলমে আমাদের দুজনের সম্পর্ক সমাপ্তি হলেও আমাদের মেয়ের সাথে আমাদের সম্পর্ক অক্ষুণ্ণ থাকবে।আমরা দুজনেই নিজ নিজ জায়গা হতে মেয়ের দেখভাল করবো।

ঠিক কি কারনে এই দম্পতীর বিচ্ছেদ হওয়ার সিদ্ধান্ত এই ব্যাপারে বিস্তারিত কিছুই খোলসা করে গনমাধ্যমকে জানাননি দুজনের কেউ।বেশ কয়েকমাস আলাদা থেকে পরিবার এবং বন্ধুদের সমর্থনে পরস্পর সম্বেলিত ভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান উভয়ের পরিবার।

বিচ্ছেদের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাক্তন স্ত্রী কাইলি ও কন্যা কেসেলের একটি ছবি পোস্ট করে মাইকেল ক্লার্ক লিখেছেন “তোমার পাশে আছি”

উল্লেখ্য দীর্ঘ ২ বছর প্রেমের সম্পর্কের পর ২০১২ সালে ক্লার্ক-কাইলি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।৮ বছর পর বিচ্ছেদের মাধ্যমে শেষ হলো দুজনের সম্পর্ক।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »