ক্রীড়া প্রতিবেদক »
আগামী ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে বিগ ব্যাশ লিগের নতুন মৌসুম। জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে বিগ ব্যাশ খেলবেন না লিয়াম লিভিংস্টোন। নতুন মৌসুম শুরু হওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগেই নাম সরিয়ে নিলেন তিনি৷জাতীয় দলে খেলাই তার প্রধান লক্ষ্য।
লিভিংস্টোনের শুরুতে বিবিএলের প্রথম অর্ধেক মৌসুম খেলার কথা ছিল৷ জানুয়ারিতে নতুন শুরু হতে যাওয়া আফ্রিকার এসএ ২০ তে চুক্তিবদ্ধ ছিলেন এই ক্রিকেটার৷ সে কারণে অর্ধেক মৌসুমে বিবিএলে না পাওয়ার কথা ছিল লিয়ামকে। ডিসেম্বরে ইংল্যান্ডের পাকিস্তান সফরের দলেও রাখা হয়েছে এই অলরাউন্ডার কে।
কিন্তু লিভিংস্টোন পুরো মৌসুম থেকেই নিজের নাম প্রত্যাহার করে নিয়েছে। এর আগে বিগ ব্যাশ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছে লিভিংস্টোনের জাতীয় দলের সতীর্থ ডেভিড উইলি।