নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আসন্ন বিপিএল নিজেদের অর্থায়নে আয়োজনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর সভাপতি নাজমুল হাসান পাপন।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে জাতির পিতাকে উৎসর্গ করে আসন্ন বিপিএলের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’।
যেহেতু বিসিবির অধীনে বিপিএল আয়োজন হচ্ছে, তাই এবার দলগুলোর সাথে থাকছে না কোন ফ্রাঞ্চাইজির। আর তাই সবার মধ্যে একটা কৌতূহল থেকে যায় কোন ফরম্যাটে হবে এবারের ফ্রাঞ্চাইজি মালিকানাবিহীন বিপিএল?
এই ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি জানান, ‘বিগব্যাশের ফরম্যাটে হবে আসন্ন বঙ্গবন্ধু বিপিএল। কোচিং স্টাপ ক্রিকেট বোর্ড থেকে দেওয়া হবে। তবে কোন প্রতিষ্ঠান চাইলে টিম স্পন্সর নিতে পারবে। যেহেতু দলগুলোর মালিকানা বিসিবির তাই দলগুলোর নাম ক্রিকেট বোর্ড হতে ঠিক করা হবে।’
তবে টিম স্পন্সর চাইলে তাদের চাহিদা অনুযায়ী দলের নাম পরিবর্তন করার সুযোগ রাখবে বিসিবি। এছাড়া দলগুলোর সব দায়িত্ব বিসিবি নিবে, কিন্তু স্পন্সর যদি চায় দলের ভালোর জন্য বিশ্বমানের কোচ কিংবা খেলোয়াড় সংযোজন করতে তাহলে তাদের নিজেদের খরচে তা করতে পারবে।