জেড.আই জহির : »
স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ হেরেছে জিম্বাবুয়ে। আজ শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। রাওয়ালপিন্ডিতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায়।
পরিসংখ্যান বলছে টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে জয়ের দেখা পায়নি জিম্বাবুয়ে। মোট ১১ বারের দেখায় সবগুলোতেই জিতেছে পাকিস্তান। তবে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের জয়ে আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে।
চলমান বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের (কোভিড-১৯) কারনে দীর্ঘদিন পর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ আয়োজন করে দেশের মাটিতে ক্রিকেট ফেরায় পাকিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হয় দ্বিপাক্ষিক লড়াই। সফরকারীদের বিপক্ষে শেষ ম্যাচ সুপার ওভারে হারলেও প্রথম দুই ম্যাচ জিতে ওয়ানডে সিরিজ নিজেদের করে স্বাগতিক পাকিস্তান।
টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ইতিমধ্যে দল ঘোষণা করেছে পাকিস্তান ও জিম্বাবুয়ে।
পাকিস্তান দল : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আব্দুল্লাহ ফিক, ফাহিম আশরাফ, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, মুসা খান, রোহাইল নাজির, শাহিন শাহ আফ্রিদি, উসমান কাদির, ওয়াহাব রিয়াজ ও জাফর গোহার।
জিম্বাবুয়ে দল : চামু চিবাবা (অধিনায়ক), ফারাজ আকরাম, রায়ান বার্ল, ব্রায়ান চারি, টেন্ডাই চাতারা, ওয়েসলে মাধভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, কার্ল মুমবা, রিচমন্ড মুতুম্বামি, ব্লেসিং মুজারাবানি, এল্টন চিগুম্বুরা, টেন্ডাই চিসোরো, ক্রেইগ আরভিন, তিনাশে কামুনহুকামুই, রিচার্ড গারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুমবা, ব্রেন্ডন টেলর, ডোনাল্ড তিরিপানো এবং শন উইলিয়ামস।
নিউজক্রিকেট/জেড.আই