বিকালে চট্টগ্রাম যাচ্ছে বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সফরকারী আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ সামনে রেখে আজ বিকালে চট্টগ্রাম যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রবিবার বিকাল ৫টা ০৫ মিনিটের ফ্লাইটে চট্টগ্রামের উদ্দেশ্যে উড়াল দেবেন সাকিব বাহিনী।

আজ চট্টগ্রামে পৌঁছালেও আগামীকাল সোমবার থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এদিকে বিগত শুক্রবার চট্টগ্রাম পৌঁছে গেছে আফগানিস্তান দল। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে আজ থেকে বিসিবি একাদশের সঙ্গে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে আফগানরা।

বিসিবি একাদশকে নেতৃত্ব দিচ্ছেন নুরুল হাসান সোহান। টেস্ট দলের কেউ অবশ্য বিসিবি একাদশে নেই। প্রস্তুতি ম্যাচ শেষে দু’দলের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি আগামী বৃহস্পতিবার থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »