শোয়েব আক্তার »
বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। চীনের উহান থেকে তা আজ প্রায় বিশ্বের সব দেশেই ছড়িয়ে পড়েছে। করোনা আতঙ্কে বন্ধ হয়ে গেছে বিভিন্ন দেশের ফ্লাইট। গত পরশু বাংলাদেশে ও করোনা ভাইরাসে আক্রান্ত তিনজন রোগী শনাক্ত হওয়ার পর রাতারাতি পাল্টে গেছে দেশের চিত্র। শেয়ার বাজার ধ্বস, সরকার প্রধানের বিদেশ সফর বাতিল কিংবা বিদেশি অতিথিদের বাংলাদেশ সফর বাতিল থেকে শুরু করে এর প্রভাব পড়তে শুরু করেছে দেশের ক্রিকেটেও।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বিশ্ব একাদশ বনাম এশিয়া একাদশের মধ্যকার দুটি টি-টোয়েন্টি ম্যাচ ও বাতিল হতে যাচ্ছে। উদ্ভুতো পরিস্থিতিতে এখন সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সরকারের সবুজ সংকেত পাওয়া গেলেই যেকোন মুহুর্তে ম্যাচ দুটি বাতিলের ঘোষণা আসতে পারে বলে বিসিবি সূত্রে জানা গেছে।
আগামী ২১ ও ২২ মার্চ মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের মধ্যে ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্কে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অর্ধেক টিকিট বিক্রির পর টিকিট বিক্রি বন্ধ করে দিয়েছিল বিসিবি। আগামীকাল দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ আদৌ ও হবে কি-না তা এখনও জানা যায় নি।
এদিকে মুজিব বর্ষ ও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সব অনুষ্ঠান-ই আপাদত বাতিল করে দিয়ে স্বল্প পরিসরে আয়োজনের উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন আওয়ামীলীগ। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিদেশি অতিথিরা ও ইতোমধ্যে তাঁদের সফর বাতিল করে দিয়েছেন। লোক সমাগম কম হয় এমন কর্মসূচি পালন করবে সরকার। পাশাপাশি লোক সমাগম এড়িয়ে চলার জন্য দেশ বাসীর প্রতি আহব্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমতাবস্থায় বিশ্ব ও এশিয়া একাদশের মধ্যকার ম্যাচদ্বয় অনুষ্ঠিত না হওয়ার সম্ভাবনা-ই বেশি।