নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারত সফরের শুরুটাই হয়েছিল নানারকম বাঁধা নিয়ে। প্রথমে দেশে সাকিবের শাস্তির রায় শুনে। এরপর ভারতে প্রথম ম্যাচে দিল্লীর বায়ুদূষণ দিয়ে। যদিও পরে সব সংশয় দূর হয়েছিল যথাসময়ে ম্যাচটি হওয়াতে।
তবে এবার মনে হচ্ছে সিরিজে এখনও বাঁধা দূর হয়নি। কেননা ২য় টি-টোয়েন্টিতে নতুন করে হুমকি তীর ছুঁড়েছে ঘূর্ণিঝড় ‘মাহা’। সিরিজের দ্বিতীয় ম্যাচটি হওয়ার কথা ৭ই নভেম্বর রাজকোটের স্বরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে। সেই ম্যাচটিতে ‘মাহা’ ঘূর্ণিঝড় বাঁধা হতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি)।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, ‘মাহা’ ৬ই নভেম্বর গুজরাটে আঘাত হানতে পারে। তার প্রভাবে পরদিন দিনজুড়ে ভারী বৃষ্টিপাত হতে পারে। যার কারণে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যেতে পারে।
ঘূর্ণিঝড়টির উৎপত্তিস্থল গুজরাট উপকূল থেকে ৬০০ কিলোমিটার দূরে আরব সাগরে। বর্তমানে অবস্থান করছে কেরালা রাজ্যে। যদি ৬ই নভেম্বর গুজরাটে আঘাত হানে তবে ভারী বৃষ্টিপাতের আশংকা আছে। যার প্রভাব পড়বে রাজকোটে। কেননা গুজরাট উপকূল থেকে রাজকোটের অবস্থান মাত্র ১০০ কিলোমিটার দূরে।
তিন ম্যাচ সিরিজের প্রথমটি জিতে বাংলাদেশ বর্তমানে অবস্থানে করছে রাজকোটে। ‘মাহার’ প্রভাবে যদি ম্যাচটি পরিত্যক্ত হয় তারপরও সুযোগ থাকবে বাংলাদেশের সিরিজ জিততে। আর স্বাগতিকদের সুযোগ থাকবে সিরিজে সমতা আনতে।