বাস্তবতা মেনে নিতে চান মাশরাফি

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বাংলাদেশ দলের বর্তমান ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন এবারই সেটা নিশ্চিত। বিশ্বকাপের ঠিক পর পরই অবসরে যাচ্ছেন না সেই ইঙ্গিতও পাওয়া গিয়েছে মাশরাফির কথায়।

ভারতের বিপক্ষে আজকের (মঙ্গলবার) ম্যাচই হয়তো হতে যাচ্ছে তার ক্যারিয়ারে ভারতের বিপক্ষে শেষ ম্যাচ! ভারতের বিপক্ষে অবশ্য সুখস্মৃতি রয়েছে টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজার। ২০০৭ বিশ্বকাপে একাই ৪ উইকেট নিয়ে ভারতকে বিশ্বকাপ থেকে ছিটকে দেয় টাইগাররা।

ঘুরেফিরে আবারও বিশ্বকাপ, প্রতিপক্ষও ভারত। পুরনো স্মৃতি ভেবে হয়তো একটু আবেগপ্রবণ হয়ে পড়ছেন মাশরাফি! কিন্তু নড়াইল এক্সপ্রেসের ভাষ্য কী?

‘ইমোশনাল কিছুই না। এটাই হল বাস্তবতা। ভালো স্মৃতি অবশ্যই আছে এটা সত্যি। আমার চাওয়া যে সব ঠিকমত হবে এমন তো নয়। আমার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে দল ভালো করা। আমি না করলে দলের অন্যজন ভালো করবে। এটাই গুরুত্বপূর্ণ।’

২০০৭ বিশ্বকাপের স্মৃতি রোমন্থন করে মাশরাফি আরও জানান, ‘২০০৪ এবং ২০০৭ এর কথা বলছেন সম্ভবত। ওই সময় অধিনায়ক ছিলেন হাবিবুল বাশার ভাই। ওনি কেবল আমাকে পরিকল্পনা করে মাঠে নামেননি। আমি ভাগ্যবান যে আমি ক্লিক করেছিলাম। অধিনায়ক হিসেবে আমি চাইবো যে কেউ পারফর্ম করুক। সাকিব যেটা করে এসেছে এবারও কেন নয়! তাই যে কারো জ্বলে ওঠাই মুখ্য।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »