নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
যারা নিয়মিত ক্রিকেট ফলো করেন জোফরা আর্চার নামটা বেশ পরিচিত। বর্তমান সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে যতজন গতি দানব রয়েছেন তাদের মাঝে সেরাদের অন্যতম একজন। নিজের যোগ্যতার প্রমাণ অবশ্যই ইতোমধ্যেই দিয়েছেন তিনি। তাঁর গতি, সুইং সব কিছুই যেন সবসময় আলোচনার তুঙ্গে থাকেন। আবারও আলোচনায় আসলেন জোফরা আর্চার তবে সেটা তার গতি কিংবা সুইং নিয়ে নয় এবারের আলোচনাটা একটু ভিন্ন।
ইতিমধ্যেই তাঁর বোলিং কারিশমা দিয়ে সবটুকু আলো নিজের করে দিয়েছেন আর্চার। তবে শুরুটা সহজ ছিলো না ইংল্যান্ডে দলে জায়গা পেতে তাকে বেগ পেতে হয়েছিলো৷ বিশ্বকাপের আগে আলোচনায় আসে ইংল্যান্ডের হয়ে তাঁর খেলা নিয়ে কিন্তু প্রথম ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি আর্চারের। সাবেক ক্রিকেটারদের তোপে পাকিস্তানের সাথে দলে জায়গা হয় আর্চারের সেখানে দুর্দান্ত পারফরম্যান্স করে বিশ্বকাপ দলেও জায়গা করে নেন। আর বিশ্বকাপে দেখালেন ঝলক ১১ ম্যাচে নেন ২০ উইকেট সেই সাথে তিনি হয়েছিলেন টুর্নামেন্টের ৩য় উইকেট সংগ্রাহক।
বিশ্বকাপের পর সদ্য শেষ হওয়া অ্যাশেজেও ছিলো তাঁর বোলিং দাপট। এবারের অ্যাশেজে ৪ ম্যাচ খেলেন নেন ২২ উইকেট। কয়েকদিন আগেই বোর্ডের চুক্তিতে জায়গা হয় আর্চারের। তবে এবার আরও বড় সুখবর পেতে যাচ্ছে আর্চার। প্রতিবছর তাঁর আয় হবে ১০ লক্ষ পাউন্ড যা বাংলাদেশি টাকায় ১০ কোটি টাকার উপরে যা কি না ইংল্যান্ডের সকল ক্রিকেটারদের আয়কে ছাড়িয়ে গেছে। এদিকে ভারতের সেরা তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মার আয় প্রায় সাড়ে আট কোটিকেও ছাড়িয়ে গেলেন। ক্রিকেটে নতুন এক তারকার আগমন।