https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য এদিন কমে আসে ১৮ ওভারে। নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে সংগ্রহ করে ১৪৪ রান।
টস হেরে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে শুরুতে কিছুটা খাবি খাচ্ছিল টাইগার বোলারদের সামনে। ব্যক্তিগত প্রথম ও ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই তাইজুল সাজঘরে পাঠান ব্রেন্ডন টেলরকে। পরপর মুস্তাফজ সাইফউদ্দিনের আঘাতে কিছুটা বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। ব্যক্তিগত ৩৪ রানে মাসাকাদজা ফিরে যাবার পর মিডল অর্ডারে সুবিধা করতে পারেননি শেন উইলিয়ামস, টিমিচেন মারুমারা। ইনিংসের প্রথম দশ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৯ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। সেখান থেকে দলকে টেনে নিয়ে যান রায়ান বার্ল এবং টিনুটেন্ডা মিতুম্বুজি। ইনিংসের ১৬তম ওভারে সাকিবের এক ওভারেই ৩০ রান নেন বার্ল। ফলে তাদের রানের গতি বেড়ে যায়। ইনিংসের ১৭তম ওভার শেষ হলে ম্যাচ বন্ধ থাকে কিছুক্ষণ। আর শেষ ওভারে এসেও বল হাতে মুস্তাফিজ কিছুই করতে পারেননি। নির্ধারিত ১৮ ওভারে ৫ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে সংগ্রহ করে রান। ব্যাট হাতে বলে বার্ল অপরাজিত ছিলেন ৫৭ রানে ও মিতুম্বুজি অপরাজিত ছিলেন ২৬ বলে ২৭ রান করে।
বল হাতে তাইজুল, সাইফউদ্দিন, মোসাদ্দেক, মুস্তাফিজ প্রত্যেকে নেন ১টি করে উইকেট।