বাবা হারালেন হার্দিক-ক্রুনাল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

পান্ডিয়ার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও ক্রুনাল পান্ডিয়া চিরদিনের জন্য হারিয়েছেন তাদের বাবাকে। খ্যাতিমান এই দুই ক্রিকেটারের বাবা হিমাংশু পান্ডিয়া আজ সকালে মৃত্যুবরণ করেছেন।

আজ শনিবার (১৬ জানুয়ারি) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হিমাংশু। দুই ক্রিকেটারই তাদের ক্যারিয়ারে বাবার অবদান বারবার উচ্চারণ করতেন।

বাবার মৃত্যুর খবরে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে বারোদা দলকে নেতৃত্ব দেওয়া ক্রুনাল দলের সঙ্গ ও বায়োবাবল ছেড়ে এসেছেন। বারোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী শিশির হাত্তাঙ্গাদি ভারতের এএনআইকে পান্ডিয়া ভাইদের পিতৃবিয়োগের খবর নিশ্চিত করে বলেন,”হ্যাঁ, ক্রুণাল পান্ডিয়া বায়োবাবল ছেড়ে বাড়ি ফিরেছে। এটা ব্যক্তিগত ক্ষতি। বারোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন হার্দিক ও ক্রুণালের অপূরণীয় ক্ষতিতে শোক প্রকাশ করছে।’’

হিমাংশুর প্রয়াণে শোক প্রকাশ করেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় এই অধিনায়ক এক টুইট বার্তায় বলেন,”হার্দিক-ক্রুণালের বাবার প্রয়াণে খবরে মনটা ভারী হয়ে গেল। তার আত্মার শান্তি কামনা করি। উনার সঙ্গে একাধিকবার কথা হয়েছে। ভালো মনের মানুষ, সেই সঙ্গে আড্ডা দিতে ভালোবাসতেন। জীবনকে উপভোগ করতেন, হাসিখুশি মানুষ ছিলেন। এভাবে হঠাৎ চলে গেলেন ভাবতেই পারছি না। হার্দিক-ক্রুণালের দুঃখে আমিও সমব্যথী।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »