নিউজ ডেস্ক »
বেশ কিছুদিন আগে শোনা যাচ্ছিলো ক্রিকেটার এনামুল হক বিজয় খুব শীঘ্রই বাবা হতে চলেছেন। কিছুদিন আগেই বিষয়টি নিশ্চিত করেন এনামুল হক বিজয় নিজেই। আজ এসেছে সে দিনক্ষণ। এনামুল হক বিজয় এবং ফারিয়া ইয়াসমিন ইরার ঘর আলো করে এবার আসলো এক ফুটফুটে কন্যা সন্তান।
আজ ( ১০’ই মে) নিজের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেন খোদ এনামুল হক বিজয়। এসময় একটি স্ট্যাটাসে বিজয় লেখেন,’ আমার জীবন আগের চেয়ে আরও সুন্দর হয়ে উঠেছে যখন আমি কয়েক মিনিট আগে প্রথমবারের মতো তোমার নিষ্পাপ মুখটি দেখেছি। তোমার ছোট্ট আঙ্গুলগুলি এবং দশটি নিখুঁত অঙ্গুলি এতই আরাধ্য যে আমি ব্যাখ্যা করতে পারি না! তুমি আমার জীবনের জন্য মহান আল্লাহ তায়ালার একটি নেয়ামত এবং একটি মূল্যবান উপহার। তুমি আমার অংশ! আমার ছোট আম্মু! আমার বুদ্ধিমান দেবদূত! আমার সুন্দরী রাজকুমারী! মাশা আল্লাহ! সবাইকে অভিবাদন! আলহামদুলিল্লাহ, আমি আজ বাবা হয়ে গেছি! আমরা (বিজয-ইরা) আজ মা-বাবা হয়ে গেছি ! আপনার শুভকামনা এবং প্রার্থনায় আমাদের সদ্যজাত নিষ্পাপ “কন্যা শিশু” কে রাখুন!
উল্লেখ্য, গত ২০১৮ সালের ২৯’শে জুন দীর্ঘ ৯ বছরের প্রেমের ইতি টেনে বিবাহ বন্ধে আবদ্ধ হন এনামুল হক বিজয় এবং ফারিয়া ইয়াসমিন ইরা।
বাংলাদেশ সময়: ৪:৫০ পিএম
নিউজ ক্রিকেট২৪ / কেএমএএইচ