বাবা-মা সহ সুস্থ আছেন নাজমুল অপু

নিজস্ব প্রতিবেদক »

সুস্থ আছেন করোনায় আক্রান্ত স্পিনার নাজমুল ইসলাম অপু ও তার বাবা-মা। তাদের তিনজনের শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে। আপাতত শরীরে জ্বর নেই, কমেছে ব্যথাও। তবে আছেন একটু কাশি।

অপুর এবং তার পিতা-মাতার শারীরিক অবস্থা জানতে মুঠোফোনে এই ক্রিকেটারের সাথে যোগাযোগ করা হলে নিউজ ক্রিকেট ২৪ ডট কমকে তিনি জানান, তাদের শারীরিক অবস্থা উন্নতির দিকে। আগের চেয়ে অনেক ভালো আছেন এখন। এবং নিজের বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন তারা।

অপু বলেন, ‘আগের চেয়ে এখন অনেকটাই সুস্থ। আমার এবং বাবা-মায়ের কারোই এখন জ্বর নেই, শরীরের ব্যথাও অনেকটাই কম। কেবল কাশি রয়েছে আমাদের। নিয়মিত ওষুধ খাচ্ছি। আর বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছি আমরা।’

নারায়ণগঞ্জে অপুর নিজের বাসায় তার পরিবারের মধ্যে সবার আগে করোনায় আক্রান্ত হন তার বাবা। ৬৫ বছর বয়সী অপুর বাবার শরীর শুরুর দিকটায় কিছুটা খারাপ থাকলেও এখন অনেকটাই সুস্থ আছেন তিনি। বাবার আক্রান্ত হওয়ার রিপোর্ট আসলে অপু এবং তার মায়ের নমুনা পাঠালে তাদেরও পজিটিভ আসে।

নিউজক্রিকেট/দুর্জয়

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »