নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্যারিয়ারের শুরু থেকেই ধারাবাহিকতার প্রতিমূর্তি। সেই থেকে বাবর আজমকে নিয়ে মাতামাতি, তুলনা বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির সঙ্গে। পারফরম্যান্সের ধারাবাহিকতায় কোহলি ভারতের অধিনায়ক হয়েছেন। বাবরও হয়েছেন এবার।
এখন তো ব্যাটিংয়ের সঙ্গে নেতৃত্বের তুলনাও চলবে। কথায় কথায় উঠে আসবে, বাবরের এই দিকটি কোহলির মতো, ওই দিকটি কোহলির মতো। কিন্তু পাকিস্তানি অধিনায়ক নিজে চান না, তাকে কোহলির সঙ্গে তুলনা করা হোক।
বরং ‘দেশপ্রেমিক’ বাবর চাইছেন, তাকে তুলনা করা হোক জাভেদ মিঁয়াদাদ, মোহাম্মদ ইউসুফের মতো পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যানদের সঙ্গে। দলের সঙ্গে ইংল্যান্ড সফরে থাকা বাবর বৃহস্পতিবার ওরচেস্টারশায়ারে পাকিস্তানি গণমাধ্যমের সামনে এমন কথা বলেন।
বাবর আজম এখন টি-টোয়েন্টিতে এক নম্বর ব্যাটসম্যান, কোহলি এক নম্বর ওয়ানডেতে। ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যানের ওয়ানডে আর টি-টোয়েন্টি ক্রিকেটে গড় ৫০-এর ওপরে। টেস্টেও ৪৫ প্লাস গড়।
এমন ঈর্ষণীয় ব্যাটিং পরিসংখ্যানে কোহলির সঙ্গে তুলনা আসা স্বাভাবিক। কিন্তু বাবর বলেন, ‘আমি চাই না বিরাট কোহলির সঙ্গে আমাকে তুলনা করা হোক। তার চেয়ে বরং মানুষ যদি আমাকে পাকিস্তানের জাভেদ মিঁয়াদাদ, মোহাম্মদ ইউসুফ কিংবা ইউনিস খানের মতো কিংবদন্তিদের সঙ্গে তুলনা করে তবে ভালো লাগবে।’
প্রসঙ্গত, তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এখন ২০ সদস্যের পাকিস্তান দল রয়েছে ইংল্যান্ডে। আগস্ট-সেপ্টেম্বরে এই সিরিজটি হবে। রোববার যুক্তরাজ্যে পা রাখে পাকিস্তান দল। বুধবার বাবর আজম অনুশীলনও করেছেন।