নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেট এখন টালমাতাল, বইছে কালবৈশাখী ঝড় আর অশুভের ছায়া। গতকাল (২৯ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেটের কালো দিন, কেননা বাংলার পোস্টার বয় সাকিব আল হাসান পেয়েছেন আইসিসি থেকে নিষেধাজ্ঞা। ক্রিকেট অঙ্গন জুড়ে বইছে এখন সাকিবনামা।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সাকিবকে এক বছরের জন্য সকল ক্রিকেট কার্যক্রম থেকে নিষেধাজ্ঞা প্রদান করেছে। আইসিসি কর্তৃক নিষেধাজ্ঞা পাওয়ায় সাকিব আল হাসানের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) করা চুক্তিও বাতিল হচ্ছে।
ক্রিকেট বাজিকরের যোগাযোগের বিষয়ে বোর্ড, আইসিসি বা আকসুকে অবহিত না করায় সাকিবকে এক বছর সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ করেছে আইসিসি, আরও এক বছর পেয়েছেন স্থগিত নিষেধাজ্ঞা। মোট এক বছরের এই নিষেধাজ্ঞায় সাকিবের ক্যারিয়ার হুমকির মুখে।
বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক নিষেধাজ্ঞার কারণে বোর্ডের চুক্তি থেকেও বাদ পড়তে যাচ্ছেন। জাতীয় দলের ক্রিকেটার হিসেবে শীর্ষ গ্রেডে মাসিক ৪ লাখ টাকা করে পারিশ্রমিক পেতেন সাকিব। চুক্তি বাতিল হলে সেই ভাতা পাবেন না তিনি। কারণ নিষেধাজ্ঞার সময়ে সাকিবের স্বীকৃত কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলার সুযোগ নেই। সকল ক্রিকেটীয় কাযর্ক্রম বন্ধ থাকবে সাকিবের। যার জন্য বাতিল হচ্ছে বোর্ডের চুক্তিও।
বিসিবির বর্তমান কেন্দ্রীয় চুক্তিতে ১৮ জন ক্রিকেটার রয়েছেন। চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ডিসেম্বরে। তার আগেই সাকিবের নিষেধাজ্ঞা, অর্থাৎ দু মাস আগেই সাকিবের চুক্তি বাতিল হচ্ছে। আইসিসির নিষেধাজ্ঞা পাওয়ার দিন, অর্থাৎ ২৯ অক্টোবর থেকেই বোর্ডের সাথে সাকিবের চুক্তি বাতিল হওয়ার কথা রয়েছে। যদিও এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২০ সালের জানুয়ারিতে নতুন করে যে চুক্তি হবে ক্রিকেটারদের সাথে। নিষেধাজ্ঞা অনুযায়ী সেখানে নিশ্চিতভাবেই থাকবেন না সাকিব। তবে দেখার বিষয় সাকিব আল হাসান কবে আবার ২২ গজে ফিরে আসে।