https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
ক্যারিবিয়ান অঞ্চলে জন্ম নেয়া ক্রিকেটার আর্চার নিজ দেশ ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছেন সেই কিশোর বয়সে। মুলত ক্যরিবিয়ানদের হয়ে অনুর্ধ্ব-১৪ ক্রিকেট দলে সুযোগ না পাওয়ায় অভিমানে নিজ দেশ ছেড়ে চলে আসেন ইংল্যান্ডে।
ইংল্যান্ডে আসার পর বয়স বাড়ার সাথে সাথে ক্রিকেটেও নিজের ধার বাড়িয়ে চলেছেন অলরাউন্ডার জোফরা আর্চার। চলমান বিশ্বকাপ শুরুর আগে সবচেয়ে বেশি আলোচিত নামগুলোর মধ্যেও ছিল এই ক্রিকেটারের নাম। ইংলিশদের প্রাথমিক বিশ্বকাপ স্কোয়াডে আর্চারের নাম না থাকলেও পরবর্তিতে সাবেকদের সমালোচনায় তাকে দলে নিতে বাধ্য হয়েছে ইংলিশ টিম ম্যানেজমেন্ট।
আর বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই বাজিমাত করেছেন আর্চার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতির ঝড় তুলে ৭ ওভারে ২৭ রান খরচায় গুরুত্বপূর্ণ ৩টি উইকেট তুলে নিয়েছেন তিনি। আর আর্চারের এই ক্ষিপ্র গতি মুগ্ধ করেছে তারই সতীর্থ অলরাউন্ডার মঈন আলিকে।
মঈন আলি জানান, ‘আর্চার অসাধারণ। ব্যাটসম্যানদেরকে সে বাধ্য করে বাজে শট খেলার জন্য। তার গতিটাও দারুণ। এর চেয়ে গতির বলের মুখোমুখি হইনি আমি কখনো। সে যা করে থাকে তা সত্যিই অবিশ্বাস্য। তার অন্তর্ভূক্তি আমাদের দলকে অনেক শক্তিশালী করেছে। বোলিংয়ের পাশাপাশি সে যদি ব্যাটিংয়েও সুযোগ পেয়ে কিছু রান করতে পারে তাহলে বেশ ভালোই হবে। তার মত একজন ক্রিকেটার দলে থাকা আমাদের জন্য বাড়তি প্রাপ্তি।’