বাঙালিরা সাহসী, এবং তারা নেতৃত্ব দিতে পারেঃ শোয়েব আখতার

নিউজ ডেস্ক »

বাঙালিদের প্রশংসায় পঞ্চমুখ শোয়েব আখতার। বাঙালিদের সাহসী এবং নেতৃত্ব যোগ্য বলে মনে করেন এই রাওয়ালপিন্ডি এক্সপ্রেস৷ হেলো অ্যাপে ভারতীয় সাবেক অধিনায়ক এবং বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির সম্পর্কে বলতে গিয়ে এসব কথা বলেন এই গতি তারকা।

সৌরভ গাঙ্গুলির অধিনায়কত্ব এবং নেতৃত্ব সম্পর্কে বলতে গিয়ে সৌরভকে সাহসী অধিনায়ক বলেন শোয়েব। এসময় ৯০ এর দশকের ভারতীয় দলের সাথে ২০০০ এর পরের ভারতীয় দলের পার্থক্য দেখিয়ে শোয়েব আখতার বলেন,’ ১৯৯০ এর দশকে, যখনই তারা আমাদের (পাকিস্তানের) বিপক্ষে খেলত আমি কখনই ভারতকে বিজয়ী দল হিসাবে দেখিনি। তবে, যখন সৌরভ অধিনায়ক হয়েছিলেন, তখন আমি ভেবেছিলাম যে পাকিস্তান দলকে পরাস্ত করার ভারতীয় দলের প্রতিভা ছিল এবং তারা তা করেছে। তিনি ভারতীয় দলে রূপান্তর এনেছিলেন। বাঙালিরা সাহসী এবং তারা সবার সামনে থেকে নেতৃত্ব দিতে পারে, আমি বাঙালিদের ভালোবাসি। ‘

গুঞ্জন আছে শোয়েব আখতারের বল খেলতে কিছুটা ভয় পান সৌরভ গাঙ্গুলি। তবে সে অভিযোগ উড়িয়ে দিয়ে তাকে সাহসীভাবে মোকাবেলার কথা বললেন খোদ শোয়েব আখতার। নিজের মতামত ব্যক্ত করে শোয়েব আখতার বলেন, ‘অনেকেই মনে করেন যে গাঙ্গুলি ভীতু ছিলেন এবং বোলার হিসাবে আমার মুখোমুখি হতে ভয় পান। তবে, আমার মতে, আমি আমার ক্যারিয়ারে যাদেরকে বোলিং করেছি তাদের মধ্যে সবচেয়ে সাহসী ব্যাটসম্যান তিনি। তার খুব বেশি শট নেই। আমি তাকে বহুবার বুকে আঘাত করার চেষ্টা করেছি। তবে সে ওপেনার হিসাবে এসে আমাকে সাহসী লোকের মতো মুখোমুখি করেছে এবং রান করেছে। তিনি টিম ইন্ডিয়ার সাহসী অধিনায়ক ছিলেন।’

খুব বেশী না হলেও ২০০৮ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) -এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে সৌরভ গাঙ্গুলির অধিনায়কত্বে খেলেছিলেন শোয়েব আখতার। ভারতীয় দলের সব থেকে সেরা অধিনায়ক হিসেবে তাকেই সবার উপরেই রাখেছেন এই গতি তারকা। শোয়েব আখতার বলেন, ‘যদি আমি ভারত থেকে দেখি তবে আমার প্রিয় অধিনায়ক হলেন সৌরভ গাঙ্গুলি। ভারত থেকে তাঁর চেয়ে ভাল আর কোনও অধিনায়ক নেই। অধিনায়ক হিসাবে এমএস ধোনিও দুর্দান্ত ছিলেন।’

নিউজ ক্রিকেট/কেএমএএইচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »