বাঘিনীদের কাছে উড়ে গেল যুক্তরাষ্ট্র

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

আইসিসি নারী টি-২০ বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশ নারী দলের কাছে বিশাল ব্যবধানে হেরেছে যুক্তরাষ্ট্র নারী দল। সালমাদের কাছে যুক্তরাষ্ট্র হেরেছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মার্কিন ব্যাটাররা। দলীয় ৭ রানে যুক্তরাষ্ট্রের ব্যাটিং অর্ডারে প্রথম আঘাত হানেন জাহানারা আলম। দলীয় ২৮ রানে ৬ উইকেট হারালে ব্যাট হাতে কিছুটা প্রতিরোধ গরার চেষ্টা করেন সুগেথা চন্দ্রশেখর। তবে তার ইনিংসটি স্থায়ী হয় ব্যক্তিগত ১৫ রান পর্যন্ত। তিনিই কেবল নিজের রান নিয়ে যেতে পেরেছেন দুই অঙ্কের ঘরে। বাকি ব্যাটারদের মধ্যে সবাই আউট হয়েছেন ১০ রানের নিচেই। ইনিংসের ১ বল বাকি থাকতে ৪৬ রানে অলআউট হয়ে যায় যুক্তরাষ্ট্র।

জবাবে ব্যাট করতে নেমে সানজিদা ইসলাম ও আয়েশা রহমান মিলে ওপেনিং জুটিতে স্কোরবোর্ডে যোগ করেন ৪২ রান। এই জুটি ভাঙে ব্যক্তিগত ৮ রানে আয়েশা ফিরে গেলে। একই ওভারে ব্যক্তিগত ৩০ রানে ফিরে যান সানজিদাও। শেষ পর্যন্ত মাত্র ৮.২ ওভারে দলের জয় নিশ্চিত করেন নিগার সুলতানা ও রিতু মনি। ফলে ৮ উইকেটে ম্যাচটি জিতে নেয় বাংলাদেশ নারী দল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »