নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রিড়াপ্রেমীদের মনে ক্রিকেট নামক শব্দটি কতটা শক্ত ভাবে অবস্থান করে তা এই আয়োজনের মাধ্যমেই কিছুটা হলেও প্রকাশ পায়। বাগেরহাট জেলার শরণখোলা থানার গাবতলা নামক স্থানে জাঁকজমকপূর্ণ ফাইনালের মধ্যদিয়ে হয়ে গেল একটি ৮ দলীয় মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টের আসর।বিজয়ের মাস তাই মাঠকে সাজানো হয়েছিল লাল-সবুজ রুপে। খেলা দেখাকে কেন্দ্রকরে শেষ বিকেল থেকেই মাঠে আসতে থাকে প্রচুর দর্শক।
গত রাত ৮ ঘটিকায় এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ছয়টি দলকে টপকে ফাইনালে অংশগ্রহন করে শক্তিশালী দুটি দল স্বাগতিক গাবতলা মৌমাছি ক্লাব ও তাফালবাড়ি সেভেন স্টার ক্লাব। স্বাগতিকরা প্রথমে টসে জিতে ব্যটিং করার সিদ্বান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নামে গাবতলা একাদশের উদ্ভোধনী জুটি মাসুদ ও রুবেল।এই রুবেলকে শুধুমাত্র ফাইনাল খেলার জন্য চট্টগ্রাম থেকে আনা হয়েছে। তার যোগ্যতার প্রমান দিয়ে তিনি করেছেন ঝলমলে একটি ফিফটি। ফিফটি করে রুবেল জুতা খুলে সিজদা করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও নতুন দৃষ্টান্ত স্থাপন করেন।
ইনিংসের শেষের দিকে দলের পক্ষে স্বাগতিক দলের অধিনায়ক রাজু কিছু রান যোগ করেন। ১৪ ওভারের এই ম্যাচে ইনিংস শেষে গাবতলা ১২৬ রানের টার্গেট ছুড়ে দেয় তাফালবাড়ি সেভেন স্টারকে।টার্গেটে ব্যাট করতে নেমে জুবায়ের ঘূর্নি বোলিং এর কারনে একের পর এক উইকেট হারাতে থাকে তাফালবাড়ি সেভেন স্টার। স্বাগতিক দলের জুবায়ের টুর্নামেন্ট জুড়ে দেখিয়ে গেছেন ঘুর্ণি ম্যাজিক। ফাইনালে তিনি একাই নিয়েছেন প্রতিপক্ষের মূল তিনটি উইকেট সহ মোট পাঁচ উইকেট। নিয়েছেন ম্যাচের টার্নিং পয়েন্টে হৃত্তিক এর উইকেট।
জাঁকজমকপূর্ন এই ফাইনালে ১০ রানের জয় নিয়ে ট্রফি জিতে গাবতলা মৌমাছি ক্লাব। ম্যাচ সেরা রুবেল ও টুর্নামেন্ট সেরা হয়েছেন শরনখোলা থেকে আগত জুবায়ের। সর্বশেষে পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানের মধ্যদিয়ে জাঁকজমকপূর্ন সফল এই টুর্নামেন্টের ইতি ঘটে।