বাউন্সারের আঘাতে আইসিইউতে কিষাণ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাথায় আঘাতের পর আইসিইউ ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে ভারতীয় ওপেনার ঈশান কিষাণকে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণেই রয়েছেন।

গতকাল শনিবার (২৬ ফেব্রুয়ারি) সিরিজের দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হয় ভারত। ইনিংসের চতুর্দশ ওভারে লঙ্কান পেসার লাহিরু কুমারার একটি বাউন্সার আঘাত করে কিষাণের হেলমেটে। এরপর এই আঘাত নিয়েই খেলে যাচ্ছিলেন তিনি। তবে ষষ্ঠ ওভারে কুমারার শিকার হয়েই ফেরেন সাজঘরে।

এরপর মাথায় আঘাতের কারণে তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধর্মশালার কাংরার ফর্টিস হাসপাতালে আইসিইউ ওয়ার্ডে ভর্তি আছেন তিনি। করানো হয়েছে সিটি স্ক্যান।

ভারতীয় দলের পক্ষ থেকে কিষাণের ব্যাপারে কিছু না জানানোয় হলেও ভারতের গণমাধ্যম জানিয়েছে, কিষাণকে পর্যবেক্ষণের জন্য আইসিইউতে রাখা হয়েছে। শঙ্কা কেটে গেলে তাকে শীঘ্রই সাধারণ কেবিনে স্থানান্তর করা হবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »