শোয়েব আক্তার »
ম্যাচ পাতানোর জন্য জোয়াড়ির প্রস্তাব প্রত্যাখ্যান করলেও ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে না জানানোয় দুই বছরের জন্য( ১ বছর স্থগিত) সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান।
তবে, কঠিন সময় পার করে আরও কঠিন রুপে আন্তর্জাতিক অঙ্গনে ফেরার প্রত্যয় পুঃর্ণব্যক্ত করলেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। নিজের ভেরিফাইড ফেইসবুক পেইজে আপলোড করা “লাইফবয়” সাবানের বিজ্ঞাপনের ভিডিও তে এই প্রত্যয় ব্যক্ত করেন সাকিব।
তিনি বলেন, আমি সাকিব আল হাসান, ২২ গজ-ই আমার ঠিকানা। কঠিন সময় যাচ্ছে। কিন্তু ফিরবো আরও কঠিন হয়ে। চেষ্ঠা করে চলেছি রাত-দিন, অবিরাম। লাল-সবুজ গাঁয়ে মাঠে ফিরতে।
এসময় সাকিব কে দেখা যায় জিমে ঘাম ঝরানো শারীরিক কসরত করছেন। নেটে ব্যাটিং অনুশীলন করছেন। মাঠে ঝাপিয়ে পড়ে ক্যাচ ধরার কৌশল রপ্ত করছেন।
দলের সাথে না থাকলেও সব সময় দলকে সমর্থন দিয়ে যাচ্ছেন বলে জানান এই বাঁহাতি অলরাউন্ডার। এসময় নিজেকে টাইগারদের সবচেয়ে বড় ফ্যান বলে দাবি করেন নাম্বার ওয়ান। সাকিব বলছিলেন, ” ১১ জনের দলে না থাকলেও আছি টাইগারদের সাথেই, সবচেয়ে বড় ফ্যান হয়ে। মনে একটাই স্লোগান, ” খেলবে টাইগার, জিতবে টাইগার”।
ভিডিও’র একদম শেষে ভক্ত, সমর্থকদের দিকে প্রশ্ন ছুঁড়ে দেন সাকিব। জানতে চান, ” সাথে আছেন তো?”
উল্লেখ্য, সাকিবের এক বছরের নিষেধাজ্ঞা শেষ হবে চলতি বছরের অক্টোবরে। অক্টোবরে টি-২০ বিশ্বকাপ শেষ হলে আর কোন খেলা নেই বাংলাদেশের। বাইশ গজে ফিরতে সাকিব কে অপেক্ষা করতে হবে ডিসেম্বরে, শ্রীলঙ্কা সিরিজ পর্যন্ত।