বাংলাদেশ ৩০০ রান করলেও নিরাপদ স্কোর ছিল না!

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৯১ রানের বড় ব্যবধানে হারার পর দ্বিতীয় ম্যাচেও ৭ উইকেটের হার দেখতে হয়েছে বাংলাদেশের। এই ম্যাচ হারে সিরিজ থেকে ছিটকে গেল তামিম ইকবালের বাংলাদেশ দল।

লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ হেরে সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল জানান বাংলাদেশ দল যদি ৩০০ রানও করতো তাহলেও সেটা নিরাপদ স্কোর ছিল না! এর জন্য বাজে বোলিংকেই দায় দিচ্ছেন তামিম।

তার ভাষ্য, ‘৩০০ রান করার মত পিচ এটা ছিল না। ২৬০ হয়তো একটু ভালো সংগ্রহ হতেই পারতো। তবে আমরা যেভাবে বল করেছি আজকে ৩০০ রানও নিরাপদ স্কোর ছিল না! সহজ পথ খুঁজতে গিয়েছি আমরা। কঠোর পরিশ্রম করতে পারিনি আমরা। যারা দলের সাথে নেই তাদের কথা বলে তো লাভ নেই।’

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে তাইজুল ইসলাম একাদশের বাইরে থাকলেও এই ম্যাচে সুযোগ পেয়েছেন। এর কারন জানাতে গিয়ে তামিম বলেন, ‘টস জেতার পর বুঝতে পেরেছি উইকেটে স্পিন ধরবে। যার ফলে একাদশে আমরা একজন স্পিনার যোগ করেছি। টসের সময়ই বলেছিলাম আমাদের ভালো শুরু করতে হবে। শুরুর দিকেই চার উইকেট হারানোর পর আমরা পিছিয়ে গেছি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »