ক্রীড়া প্রতিবেদক »
সদ্য সমাপ্ত হলো টি – টোয়েন্টি বিশ্বকাপ। আগমী বছরই ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। নিউজিল্যান্ডের কাছে টি – টোয়েন্টি সিরিজ জিতলেও ওয়ানডে সিরিজ হারের পর শিখর ধাওয়ান বলেন, বাংলাদেশ সফর দিয়েই বিশ্বকাপের মুল প্রস্তুতি শুরু হবে ভারতের।
টি -টোয়েন্টি বিশ্বকাপ শেষ করেই নিউজিল্যান্ডে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে উড়াল দেয় ভারত।টি – টোয়েন্টি সিরিজ জিতলেও ওয়ানডে সিরিজে পরাজয় বরন করে ভারত৷ এই সিরিজে অবশ্য বিশ্রামে ছিলেন বেশ কিছু নিয়মিত ক্রিকেটার। তরুণ দল নিয়ে ওয়ানডে সিরিজের নেতৃত্ব দেয় শিখর ধাওয়ান। তবে বাংলাদেশের বিপক্ষে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাই থাকছে৷
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে ধাওয়ান জানান, ‘ আমাদের এটা তরুণ দল এবং তাদের ( তরুণ ভারতীয় বোলারদের) অবশ্যই ভালো লেন্থে বল করা শিখতে হবে। আমাদের পারফরম্যান্সে ঘাটতি ছিল। এছাড়াও, পার্টনারশিপ বড় করতে হবে। বিশেষ করে বিদেশের মাটিতে। বাংলাদেশ সিরিজে সব সিনিয়র ক্রিকেটাররা দলে ফিরবে এটা হবে বিশ্বকাপের দিকে আরো বাস্তব যাত্রা। ছোটছোট জিনিসগুলো ঠিক করা জরুরী। বেলারদের জন্য সঠিক লেন্থে বল করা, ব্যাটারদের জন্য এই পরিস্থিতিতে শরীরের কাছাকাছি ব্যাট করা। এগুলোই শেখার বিষয়ে ‘।
এসকেডি / নিউজ ক্রিকেট ২৪