বাংলাদেশ সিরিজ থেকে সরে দাঁড়ালেন দুশমন্থ চামিরা

নিউজ ডেস্ক »

বাংলাদেশ -শ্রীলংকার মধ্যেকার ২ ম্যাচ টেস্ট সিরিজ থেকে ব্যাক্তিগত কারন দেখিয়ে নিজের নাম সড়িয়ে নিলেন শ্রীলংকান পেসার দুশমন্থ চামিরা। সন্তান সম্ভাবা স্ত্রী পাশে থাকবেন বলেই এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন তিনি।

 

 

 

২০১৫ সালে অভিষেকের পর শ্রীলঙ্কার হয়ে খেলেছেন ১১টি টেস্ট। সাম্প্রতিক সময়ে টেস্টে নিয়মিত মুখও হয়ে উঠছিলেন। তবে এরই মাঝে বিরতি চেয়ে বসলেন দুশমন্থ চামিরা।

 

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার আসন্ন টেস্ট সিরিজ থেকে ছুটি নিয়েছেন তিনি।

 

 

আগামী ২১ এপ্রিল বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের যাত্র শুরু করবে স্বাগতিক শ্রীলংকা। এই সিরিজের জন্য এখনও দল ঘোষনা করে নি শ্রীলংকা।দুই এক দিন এর মাঝেই স্কোয়াড ঘোষণা করবে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি).। দল ঘোষনাার আগেই নিজের না থাকার কথা জানিয়েছেন চামিরা।।ইতোমধ্যে ব্যক্তিগত কারণে ছুটি চেয়ে বোর্ডের কাছে আবেদনও করেছেন তিনি।

 

লঙ্কান সংবাদমাধ্যম জানিয়েছে, চামিরার স্ত্রী দিলরুকশি চামিরা সন্তানসম্ভবা। সন্তানের আগমনের ক্ষণে পরিবারের কাছে থাকতে চাইছেন চামিরা। তাই ক্রিকেট থেকে এই পেসারের সাময়িক বিরতি।

 

২০১৫ সালে অভিষেকের পর শ্রীলঙ্কার হয়ে খেলেছেন ১১টি টেস্ট। সাম্প্রতিক সময়ে টেস্টে নিয়মিত মুখও হয়ে উঠছিলেন। কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে শ্রীলংকা টেস্ট দলে ছিলেন চামিরা। বল হাতে অসাধারণ পারফর্ম করছেন তিনি। ২ ম্যাচ টেস্ট সিরিজে বল হাতে ৭ উইকেট নিয়ে সিরিজ ড্র করতে অবদান রাখেন তিনি।

 

 

 

শ্রীলঙ্কার সম্ভাব্য স্কোয়াড : দিমুথ করুনারত্নে (অধিনায়ক), দাসুন শানাকা, পাথুম নিসাঙ্কা, ওশাদা ফার্নান্দো, লাহিরু থিরিমান্নে, দীনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, নিরোশান ডিকওয়েলা, রোশেন সিলভা, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রমেশ মেন্ডিস, বিশ্ব ফার্নান্দো, সুরাঙ্গা লাকমল, আসিথা ফার্নান্দো ও প্রবীণ জয়াউইকরামা।

 

নিউজক্রিকেট /রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »