বাংলাদেশ সিরিজের বিকল্প ভেবে রেখেছে শ্রীলঙ্কান বোর্ড!

নিউজ ডেস্ক »

দক্ষিণ এশিয়ার মধ্যে সব চেয়ে কম করোনা সংক্রমণ হয়েছে দ্বীপের দেশ শ্রীলঙ্কায়। শুরু থেকেই তারা এই ভাইরাসকে প্রতিরোধ করতে পেরেছে। যার ফলে তাদের দেশে আক্রান্ত ৩ হাজারেরও কম। মৃতের সংখ্যাও অনেক কম। করোনাকে তারা নিয়ন্ত্রণে রাখতে পেরেছে বিধায় লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) ক্রিকেট মাঠে ফেরাতে আশাবাদী। জুলাইয়ে তারা বাংলাদেশ সিরিজ দিয়ে ক্রিকেট মাঠে ফেরাতে চায়।

গত বেশকিছুদিন ধরে তারা এই সিরিজটি আয়োজনে কাজ করে যাচ্ছিলো। তাদের কথা মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবিও) কিছুটা নরম হয়ে আসছিলো। কিন্তু এখন আবার এই সিরিজ নিয়ে নিজেরাও (এসএলসি) আশাবাদী হয়ে উঠতে পারছেননা। যার ফলে তারা এই সিরিজের বিকল্প ভেবে রেখেছে। বাংলাদেশের এই সিরিজ আয়োজন করতে না পারলে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড তাদের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ এসএলপিএল আয়োজন করতে চায়। এটি দিয়েই মূলত তারা আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সারতে চায়।

লঙ্কান স্থানীয় এক গণমাধ্যমকে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড সেক্রেটারি মোহন ডি সিলভা বলেন, ‘পরিস্থিতি এই মাসের মধ্যে আরো উন্নতি না হলে হলে তারা আসতে চাইবেনা, সে ক্ষেত্রে আমরা জুলাইয়ে ঘরোয়া লিগ আয়োজনের ব্যবস্থা নিয়ে এগোচ্ছি। সেপ্টেম্বরে বাংলাদেশ সিরিজটি আয়োজন করা যেতে পারে। তবে সেক্ষেত্রে ম্যাচের সংখ্যা কমে ৩ থেকে ২য়ে আনতে হবে।’

যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপ এখনো অনিশ্চিত তবুও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড তার প্রস্তুতি সেরে রাখতে চায়। তারা বিশ্বকাপের প্রস্তুতির জন্য আয়োজন করতে পারে তাদের ঘরোয়া লিগ৷ মোহন ডি সিলভা আরো বলেন,’বিশ্বকাপের কথা মাথায় রেখে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ ( এসএসপিএল) আয়োজন করবো। এতে করে জাতীয় দলের ক্রিকেটাররা কিছু ম্যাচ খেলার সুযোগ পাবে। আমি মনে করি বিশ্বকাপের প্রস্তুতির জন্য এসএসপিল ভালো একটি পরিকল্পনা হবে।’

এই দিকে অনিশ্চিয়তার মাঝেও কিছুটা আশাবাদী বিসিবি ও এসএলসি। ডি সিলভা জানান, পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিসিবির পক্ষ থেকে কিছুদিন সময় চেয়ে নেওয়া হয়েছে। আর না হলে ঘরোয়া লিগেই তারা মনোযোগ দিবে

নিউজক্রিকেট/রীম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »