নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশের বিপক্ষে শক্তি, সামর্থ্য কিংবা পরিসংখ্যান সবদিক দিয়ে ফেবারিট ভারত। ভারতের প্রতিকূল বায়ুদূষণ, সাকিব-তামিমের অনুপস্থিতি সবদিকে বিপাকে বাংলাদেশ। তবুও, বাংলাদেশকে হালকাভাবে নিতে নারাজ ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মা।
দেশে কিংবা বিদেশে টাইগারদের পারফরম্যান্সে অবগত ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মা।নিজেদের দিনে যে কোনো দলকে হারানোর সক্ষমতা আছে বলে মনে করেন রোহিত। তাই বাংলাদেশকে হালকা ভাবে নেওয়ার কোন কারণ দেখছেন না তিনি।
শনিবার সংবাদ সম্মেলনে রোহিত বলেন, ‘বাংলাদেশ খুব, খুবই ভালো দল।গত কয়েকবছর দেখেছি তারা কত ভালো খেলে, শুধু নিজেদের মাঠিতে নয় বিদেশেও।বিশেষ করে আমাদের বিপক্ষে, সবসময়ই তারা আমাদের চাপে রাখে। তাই এই দলটিকে হালকা ভাবে দেখার কোনো উপায় নেই।’
সাকিব-তামিম না থাকলেও দলে মানসম্মত খেলোয়াড় আছে, যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে এমনটা মনে করেন রোহিত।
এই নিয়ে তিনি বলেন, ‘তাদের প্রধান দুই খেলোয়াড় দলে নেই, কিন্তু মানসম্পন্ন আরও অনেক খেলোয়াড় আছে। তারা যেকোনো দলের বিপক্ষে অঘটন ঘটাতে পারে। আসলে তারা জিতে গেলে সেটা অঘটন হবে না। বলা ভালো- নিজেদের দিনে যে কাউকে হারাতে পারে বাংলাদেশ।’