https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »
বাংলাদেশ দলের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। তবে সেটা আর হচ্ছে না। অজিরা বাংলাদেশ সফরে আসছে না এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আগামী মাসে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। অক্টোবরের এই সিরিজকে কেন্দ্র করে সব রকম প্রস্তুতিও নিয়ে রেখেছিল বিসিবি। তবে শেষ মুহূর্তে এসে ভেস্তে গেল এই সিরিজটি।
এর আগেও অজি দল বাংলাদেশ সফরে আসার ব্যাপারে অপারগতা দেখিয়েছিল। শুধু জাতীয় দলই নয় যুবাদের বিশ্বকাপেও তারা দল পাঠায়নি বাংলাদেশে। তৎকালীন নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ সফর বাতিল করলেও এবার নতুন করে ঠিক কারণে ঢাকায় পা রাখতে অনিচ্ছা প্রকাশ করেছে তারা সেটা জানা যায়নি।
আজ (২৩ সেপ্টেম্বর) বিসিবির পক্ষ থেকে সাফ জানিয়ে দেয়া হয়েছে টি-২০ বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসতে পারছে না অস্ট্রেলিয়া। শুধু তাই নয় অজিদের বিপক্ষে ফেব্রুয়ারিতে তিন ম্যাচের টেস্ট সিরিজটিও পিছিয়ে গেছে বলে জানানো হয়েছে। টেস্ট সিরিজটি জুন-জুলাইয়ে হবার সম্ভাবনা আছে বলেও জানা গেছে।