বাংলাদেশ সফর নিয়ে দুশ্চিন্তায় অজি কোচ!

মারুফ ইসলাম ইফতি »

সবকিছু ঠিকঠাক থাকলে অনেক জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে চলতি বছরে মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফর করবে অজিরা।আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে ল্যাঙ্গারের শীর্ষরা।এখনো সফরের ৬ মাস বাকী থাকলেও বাংলাদেশ সফরের এই দুই টেস্ট ম্যাচ নিয়ে দুশ্চিন্তার ভাঁজ স্পষ্ট অজি কোচের কন্ঠে। মূলত ল্যাঙ্গারের প্রধান দুশ্চিন্তার কারন টাইগারদের স্পিন আক্রমণ ও টাইগারদের স্পিন ট্রাক উইকেট।

২০১৭ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজটি ১-১ ব্যবধানে শেষ করেছিল অজিরা।ওই সিরিজে বাংলাদেশের স্পিন আক্রমনের কাছে নাস্তানাবুদ হয়ে প্রথমবারের মতো টাইগারদের কাছে পরাজয়ের স্বাদ নিতে হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নদের।৩ বছর আগের ওই হারের ক্ষত এখনো ভুলতে পারেনি ক্রিকেট অস্ট্রেলিয়া,আর তাই এবার বাংলাদেশে সিরিজ খেলতে আসার আগে বেশ আঁটসাঁট বেধে বাংলাদেশে আসার পরিকল্পনা ল্যাঙ্গারের।

সিরিজের এখনো বাকী প্রায় ছয় মাসেরও বেশি।অথচ এখন থেকেই এই সিরিজ নিয়ে নিজের পরিকল্পনা ও ছক কষতে শুরু করে দিয়েছেন অজি কোচ।বাংলাদেশ সিরিজ নিয়ে সংবাদমাধ্যমকে অজি কোচ জানান; দল যদি জয়ের দ্বারায় থাকে তাহলে হুট করে টিম কম্বিনেশনে পরিবর্তন নিয়ে আসা সম্ভব নয়।আমরা সাধারণত পেস বান্ধব উইকেটে ম্যাচ বেশি খেলতে অভ্যস্ত যার কারনে দলে স্পিনার থেকে পেসার বেশি থাকে।কিন্তু উপমহাদেশের কন্ডিশনে খেলতে গেলে আমাদের স্পিন ট্রাক নিয়েও ভাবতে হবে।তাই খেলতে যাওয়ার আগে দলে স্পিনার এবং বাড়তি স্পিন অলরাউন্ডার দলের সাথে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ।বাংলাদেশ সফরটাও নিঃসন্দেহে স্পিনারদের দাপট থাকবে,তাই আমি এখন থেকে চিন্তিত এই সিরিজ ও স্পিন উইকেট নিয়ে।

উল্লেখ্য, সর্বশেষ বাংলাদেশ সফরে বাংলাদেশের বিপক্ষে সিরিজ ১-১ ব্যবধানে ড্র করে শূন্য হাতে দেশে ফিরে যেতে হয়েছিল অজিদের।নিজেদের কন্ডিশনে স্পিন আক্রমনে বাংলাদেশ কতটা ভয়ংকর দল সেটা খুব ভাল জানা আছে অজিদের।তাই সিরিজের ৬ মাস আগে থেকেই টাইগার বধের পরিকল্পনা আঁটছেন অজি কোচ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »