বাংলাদেশ সফর নিয়ে অস্ট্রেলিয়ার ছক আঁকা শুরু

মমিনুল ইসলাম »

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মাঝে খুব কম সংখ্যক ম্যাচ আয়োজিত। সর্বশেষ ২০১৭ সালের পর বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মাঝে কোন দ্বিপাক্ষিক সিরিজ আয়োজিত হয়নি । তবে আয়োজনের কথা থাকলেও অস্ট্রেলিয়া তা নানা অজুহাতে বাতিল করেছে। আইসিসির টেস্ট চ্যাম্পিয়ানশীপের সূচি অনুযায়ী চলতি বছর বাংলাদেশ সফরে আসার কথা অস্ট্রেলিয়ার। সফরের এখনও ছ’মাস বাকি থাকলেও বাংলাদেশ সফর নিয়ে এখনই ছক আঁকতে শুরু করেছে অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার।

চলতি বছরের জুনে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়া দলের। সর্বশেষ ২০১৭ সালে বাংলাদেশ সফরে এসেছিলো অজি দল। সেই সফরে ঢাকা টেস্টে বাংলাদেশের স্পিনে কাঁবু হয়ে ম্যাচ হেরে যায়। এরপর অবশ্য চট্টগ্রামে গিয়ে বাংলাদেশকে পাত্তা দেয়নি অজিরা। চট্টগ্রামের ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সিরিজে ১-১ সমতা আনে ঐ সফরে৷ ঐ হার এখনো অজিদের পোড়াচ্ছে। তাই এবার আগে থেকেই বাংলাদেশ সফর নিয়ে পরিকল্পনা সাজাতে ব্যস্ত অস্ট্রেলিয়া।

বাংলাদেশ ঘরের মাঠে সবসময়ই স্পিন পিচ বানিয়ে ঘরের মাঠের সুবিধা নেয়। ২০১৭ সালে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মত দলগুলোকে স্পিনফাঁদে ফেলেই নাকানিচুবানি দেয়। তাই তো বাংলাদেশ সফরে আসার আগে স্পিন কন্ডিশন নিয়ে বেশ ভালোই ভাবতে শুরু করেছে হেডকোচ জাস্টন ল্যাঙ্গার।

কোচ জাস্টন ল্যাঙ্গার বলেন, ‘ জয়ের মাঝে থাকা অবস্থায় একটা দলের স্কোয়াডো পরিবর্তন আনা খুব সহজ কাজ নয়৷ আমরা দলে আরও একজন অলরাউন্ডার ও স্পিনার যোগ করে একটা স্পিন কম্বিনেশন তৈরী করতে পারি। বাংলাদেশ সফরের দল নির্বাচন করা নিয়ে আমি বেশ চিন্তিত। ‘

বাংলাদেশকে একদমই সহজ ভাবে নিচ্ছে না অস্ট্রেলিয়া। বাংলাদেশ সফরের পরিকল্পনার অংশ হিসেবেই সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ডের সাথে তৃতীয় ও শেষ টেস্টে লেগস্পিনার মিচেল সুইসনকে দলে যুক্ত করে। টেস্ট চ্যাম্পিয়ানশীপের পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে আঁটঘাঁট বেঁধেই নেমেছে অজিরা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »